গোলাম রববানীর কবিতা: অপার্থিব ভালোবাসা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

জন্ম দিতে হলে রক্ত লাগে, মন লাগে—
তাহলেই তো শিল্প সন্তানেরা আলোর মুখ দেখে;
যেমন একদিকে মা—অপরদিকে শিল্পীরা।

যা কিছু ভাবছি আমি, তা হয়তোবা সামান্য—
তুমি যা কিছুই কল্পনা মাখছো—এ তো অসামান্য:
জেগে আছে ভূমি বুকে নিয়ে ভালোবাসা।

বিজ্ঞাপন

আজ চিন্তায় যদি সুদিন হাতছানি দেয়;
আগামীকাল, পরশু—কী হবে তা কেউই জানে না,
নিজেকে জীবিত রাখলেই সাদা-কালো আহা।

এ চৈতী নিশিহাওয়া কখনো ফিরবে না,
এতটা রঙিন করো না; অতটা রাঙিয়ে তুলো না—
জীবন বোঝে না জীবনানন্দের এই হাঁটাচলা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আব্বা তুমি বটগাছ—তুমি চৈত্রের তপ্ত দুপুর—
কেউ তো বোঝেনি, না বুঝেছি এই আমি;
আমি কিন্তু এ কথা কাউকে আদৌ বলিনি।

পৃথিবীর, সব বাতি তুমি জ্বেলে দিলে—
গোলাম আমি, এক ও অদ্বিতীয়, বালক তোমার
অন্ধকারের এ ভালোবাসা এতটা সুখদায়ক।

এ কথা কেউ তো জানে না, নাইবা জানুক—
তুমি সূর্য বা প্রার্থনা ও হারমোনিয়ামের যত সুর—
কী করে বইবো আমি এতসব এ-ই আয়োজন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

(উৎসর্গ: মো. লিয়াকত আলী মোড়ল)

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।