একটি আকাশের গল্প

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০১ এপ্রিল ২০২৫

অধ্যাপক ড. মো. ফজলুল করিম

যেদিকেই তাকাই, আকাশ দেখি,
বৃষ্টির পর রংধনুর গল্প পাই।
নীল আকাশ ডাকে ঝলমলে রোদে,
আকাশের বিশালতায় মুগ্ধ হই।

বিজ্ঞাপন

আকাশ দেখে সংকীর্ণতা দূর করি,
তবু নিজের সীমাবদ্ধতায় ভীত হই।
ভাবি, কত দূরে আছি আকাশের মতো হতে,
আমি যে আকাশ হতে চাই।

আমার গল্পের প্লট খুঁজে ফিরি আকাশের মাঝে,
কিন্তু এত বিশাল আকাশ থেকে কী নেব, বুঝি না।
চোখ বন্ধ করে ভাবি আমার দৈন্য,
আমি যে রংহীন, নিস্তেজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রঙিন হতে চাই কি না জানি না,
তবে নিরস জীবনও ভালো লাগে না।
জানি না এরপর কী চাই,
তবে একটাই জানি—আমি একটি আকাশের গল্প চাই।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

কবি: অধ্যাপক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।