অনিন্দ্য নূরের কবিতা: ফেরারী আলোর বিজ্ঞাপন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৯ মার্চ ২০২৫

এই শহরের রঙিন আলোর বিজ্ঞাপনে
মানুষগুলো আস্ত একটা বিলবোর্ড!
আলো-ছায়ার অদ্ভুত অন্ধকারে
ডুবে আছে মায়ার এই নগরী।

ডিজিটাল কোনো ক্রীতদাস
আমাদের জীবন বোধ নিলামে তোলে
অথচ তুমি আমি আমরা টিউবের মতো জ্বলি
ফেরারী আলোর অধিকারে—
অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা আর বাসস্থানের
কাঠামোর ভিতে গড়া চর্মসার কঙ্কালগুলো
বহুতল আলিসান দালানের কংক্রিটের ঢালাই।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সোডিয়ামের মেকি আলোর নিচে
নর্তকী আর নগ্নতায় মানুষ বিক্রি হয়
মদের দলিল আর ক্যাফেইনের ঘোরে।
‘এবার সত্য জীবন চাই
মানবিক দর্শন আর পারলৌকিক অমরত্বের’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।