শাহানাজ শিউলীর কবিতা: অভিমান

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৪ মার্চ ২০২৫

এই আমি হারিয়ে যেতে চাই ভীষণ অভিমানে
একাকিত্বকে সাথী করে
অভিমানের সারথি তুমি
তোমাকে যখন তীব্র অনুভব করি
তখন রাতের একলা ঘরে নিদ্রাহীন জানালায়
শিক ধরে কাঁদি।

ইচ্ছে করে ভালোবেসে পুড়ে যায় লোবানের মতো
প্রেমের আবেগকে সমাধি করে
জ্বলন্ত লাল কয়লার মতো পুড়তে ইচ্ছে করে
প্রেমের দহন জ্বালায় প্রাণ ভরে পান করতে
ইচ্ছে করে বিষের অমৃত সুধা
নিষ্প্রভ, স্থির, নির্বাক সেই হেমলকের বিষ
ঠিক যেন সক্রেটিসের মতো।

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।