শাহ বিলিয়া জুলফিকারের ছড়া: রোজা

আমি তুমি বন্ধু তবে
আছি সবে রোজাদার,
রোজা শুরু সেহরি দিয়ে
শেষে মজার ইফতার।
ভালো ছাত্র, ভালো মানব
বন্ধু হও না মেধাবী,
রোজা তোমায় রাখতে হবে
সাথে পড়বে তারাবি।
রোজা মানে নয় রে সোজা
শুধু নয় কো উপবাস,
রোজা মানে প্রভুর খোঁজে
শান্তি মনে বসবাস।
রোজার মাঝে বদ্ধ শয়তান
শিকল বাঁধেন প্রভু,
এখন বন্ধু প্রশ্ন জাগে
দুষ্টুমি কেন তবু?
দুষ্টু শয়তান বদ্ধ ঠিকই
বদ্ধ জানি আছে,
মানব শয়তান শিকল খোলা
তাই তো এত নাচে।
এসইউ/এমএস