অনিন্দ্য নূরের কবিতা: ধ্রুপদী ভালোবাসা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রাণের আরাধ্য প্রার্থনায় তুমি নিশ্চুপ!
আমার নিরন্তর গল্প ফুরিয়ে যাওয়ার দিনে—
সহস্র অনুকম্পা অনুরাগে এক পৃথিবী
পাণ্ডুর বিবর্ণ হয়ে গেছে;
মরীচিকা নীল জ্যোৎস্নার মতো অদ্ভুত অন্ধ
এ চোখ—আর পৃথিবীর পথ দেখে না।
পঙ্কিল দৃষ্টিতে তাপ-ক্লিষ্ট চাতক মায়ায়
পবিত্র অশ্রুর বান ডাকে না!
পাঁজর, ধমনি শিরায় তোমার স্পর্শ টের পাই
বধির হৃদয়—ডুবে গেছে মৃত নক্ষত্রের সমুদ্রে।
জনপথের পথে প্রান্তরে নীড়হারা সান্ধ্য
বিহঙ্গের মতো নিঃস্ব হৃদয় নিয়ে বাউণ্ডুলেদের ভিড়।
সহস্র-কোটি পাপ-পুণ্যের চিরকুটে ভরে
গেছে পৃথিবীর ডাকবাক্স। জুলুমদের পাঁজরে পাঁজরে
প্রতিদিন ঘুটঘুটে অন্ধ অমাবস্যা হানা দেয়।
পথভ্রষ্ট হয় প্রতিনিয়ত জৌলুস আদিখ্যেতায়
এ মহা অবিচার প্রিয়!—বসন্তের মতো মাতাল
ব্রহ্মাণ্ডে—কত আরাধনায় প্রাণ জুড়াবে!
এসো মুখোমুখি হই অনন্তকালে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।