দুই বছরের পুরস্কার ঘোষণা করলো চর্যাপদ সাহিত্য একাডেমি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

দেশের দশ গুণী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। ১৫ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুরের একটি রেস্টুরেন্টে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনের মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। এ সময় তিনি বলেন, ‘দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

২০২৩ সালের জন্য কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণা সাহিত্যে হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন এ পুরস্কার পাচ্ছেন। ২০২৪ সালের জন্য কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বরে রকিব লিখন পাচ্ছেন পুরস্কার।

বিজ্ঞাপন

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে বক্তব্য দেন উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, ‘চলতি মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করবো। এবারের আয়োজনে অনুষ্ঠান পার্টনার অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা ডটকম ও ইয়ূথ ফোরাম বাংলাদেশ।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।