ওয়ালিদ জামানের ভালোবাসার দুটি কবিতা

আড়াল থেকে না হয় আমি তোমার হয়ে থাকি
হারিয়ে যাওয়া ভালোবাসা হয়তো ভীষণ দামি
স্মৃতির ফ্রেমের দিনগুলোতে ঠিক বন্দি আমি
এমন মাতাল ভালোবাসা মনের ভেতর রাখি
আড়াল থেকে না হয় আমি তোমার হয়ে থাকি!
হয়তো দুপুর নতুন করে ঠিক আসবে ফিরে
নয়তো বিকেল সময় মেপে বলবে কতদূরে
শেষ বিকেলে রোদগুলো তাই যত্ন করে পুষি
থমকে থাকা সময়টাতে তোমায় ভালোবাসি!
জানতে পারি তোমার কেমন দিনের লেনাদেনা
বিক্রি করে ভালোবাসা হারানো সুখ কেনা
শেষ বিকেলের রোদ্দুরে কি ঠায় দাঁড়িয়ে থাকো?
রাত গভীরে সময় করে জোৎস্না গায়ে মাখো!
এখনো কি সময় মেলে আমায় নিয়ে ভাবার
ইচ্ছে করে ফিরে যেতে দিনগুলোতে আবার
নাকি তোমার ব্যস্ত সময় হারিয়ে সব স্মৃতি
অশ্রু জমে চোখের কোণে বহে নিরবধি!
****
কথা ছিল
কথা ছিল তুমি আমি ভিজবো দুজন মিলে
মেঘে ঢাকা আকাশ কালো ভরসা তুমি দিলে
বৃষ্টিবেলায় মেঘের ভেলায় বললে ভালোবাসি
সে ভরসায় ঘোর বর্ষায় তোমার কাছে আসি!
কথা ছিল রোদ দুপুরে বসবো পুকুর পাড়ে
আগুন ঝরা সূর্যালোকে হৃদয় যদি পোড়ে
দহন শুষে নেবে বুকের ঠোঁটের আলিঙ্গনে
জন্মে ছিল ভালোবাসা শুষ্ক মলিন মনে!
কথা ছিল চড়ুই হবো ইটের বাসায় ঘর
হোক পৃথিবী তোমার আমার যতই স্বার্থপর
থাকবে থাকুক অট্টালিকার এক কোণে সুখ
পাওয়ার রাজ্যে নাইবা পেলাম দুঃখ কতটুক!
কথা ছিল দিন পেরিয়ে যাক যত রাত
শত আঁধার এলেও মোরা ছাড়বো না হাত
তবুও এলো ঝড় ভাঙলো আশার ঘর
শান্ত নদীর মতোই তুমি হলে আমার পর!
এসইউ/এমএস