চোখের সাজের পাঁচটি ধাপ


প্রকাশিত: ০৪:২৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

সাজগোজের মধ্যে চোখের সাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিকভাবে সাজাতে না জানলে মোহনীয়র পরিবর্তে আপনাকে দেখতে লাগবে ভয়ংকর! তাই চলুন জেনে নিই চোখ সাজানোর পাঁচটি সহজ ধাপ-

১. প্রথমেই আপনাকে চোখের রং বুঝে আইস্যাডোর রং নির্বাচন করতে হবে। চোখের রং এর সাথে কন্ট্রাস্ট করে এমন আইস্যাডো ব্যবহার করলে সাধারণত ভাল দেখায়। কালো বা গাড় রং চোখের জন্যে ধুসর,নীল,সবুজ এবং বেগুনী রংয়ের সেড বেশী মানিয়ে যায়। আর হালকা রংয়ের চোখের সংগে তামাটে, বাদামী বা ব্রঞ্জ সেড ভাল মানায়। প্রথমে হালকা করে আইস্যাডো দিতে হবে।  তারপর আস্তে আস্তে গাড় করতে হবে।


২. চোখের মেকাপে আই লাইনার দেয়াটাও একটা দক্ষতার কাজ । কারণ আই লাইনারই আপনাকে চোখকে দেবে আসাধণ একটা লুক। আপনার চোখের আকৃতি ভেদে লাইনার প্রয়োগ ভিন্ন হতে পারে। যেমন গোলাকৃতি কিংবা ছোট চোখের জন্যে শুধুমাত্র বাইরের কোনায় অথবা শুধু উপরের পাতায় দিলেই চলে। আই পেন্সিল দিয়ে আঁকা লাইনের উপরে একটু পাউডার দিলে লাইনটি আর ছড়িয়ে যাবেনা এবং দীর্ঘস্থায়ী হবে।


৩. মাশকারা ব্যবহার করার আগে সম্ভব  হলে আইল্যাস কার্লার দিয়ে চোখের পলকগুলো একটু ঘনকরে ও কোকড়া নিতে পারেন। মাশাকারা আপনার চোখকে একটা ডেফিনেশন দেবে।


৪. আপনার চুলের রং থেকে এক সেড হালকা আইব্রো পেন্সিল দিয়ে ভ্রুটা ভালকরে এঁকে নিন। মনে রখবেন চুলের রং এর চেয়ে গাড় সেডের আইব্রো ব্যবহার করলে খুবই বেমানান লাগে।


৫. চোখের নিচে কোন কালোদাগ বা ডার্কসার্কেল থাকলে কন্সিলার দিয়ে ঢেকে দিতে হবে। মনে রাখতে কন্সিলারের রং যেন ত্বকের রংএর সাথে ভাল করে ব্লেন্ড হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।