বিবাহিত জীবনে সুখী হতে যে ভুল করবেন না

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২২ নভেম্বর ২০২৪
বিয়ের পর দু’জনের অবদানেই সংসার হয় সুখের

বিয়ের পর দু’জনের অবদানেই সংসার হয় সুখের। তবে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কে ফাটল ধরতে পারে অনেক ঠুনকো বিষয়েও। এমনকি হতে পারে বিবাহবিচ্ছেদও। তাই বিবাহিত জীবন সুখের করতে চাইলে স্বামী-স্ত্রী উভয়েরই উচিত কয়েকটি ভুল না করা। যেমন-

কারও সঙ্গে সঙ্গীর তুলনা করবেন না

বিয়ের পর আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে অন্য কারও তুলনা করবেন না। এতে অপর ব্যক্তি কিন্তু মনে খুব আঘাত পান। একই সঙ্গে হীনমন্যতায় ভোগেন। এতে আপনাদের সম্পর্ক ক্রমশও খারাপ হয়ে উঠবে। তাই জীবনসঙ্গীকে যেভাবে পেয়েছেন, সেভাবেই তাকে নিয়ে সারা জীবন থাকুন।

অতিরিক্ত পজেসিভ হবেন না

বিয়ের পরেই সঙ্গীর সব বিষয় নিয়ে পজেসিভ হবেন না। তার কোনো কাজে বাধা দেবেন না। তাহলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তার চেয়ে বরং সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন, তাকে স্বাধীনভাবে বাঁচতে দেন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে।

পরিবারের সঙ্গে তুলনা করবেন না

বিয়ের পর অনেক সময় সঙ্গীরা একে অপরের পরিবারের সদস্যদের সঙ্গে তুলনা করেন। অশান্তি হলে পরিবারের সদস্যদের কথা টেনে এনে খারাপ কথা বলেন। এটি খুবই খারাপ অভ্যাস। এতে দুই পরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে।

অন্য লোকের কথায় পরিচালিত হবেন না

খেয়াল রাখবেন, আপনাদের দাম্পত্য জীবনে বাইরের তৃতীয় ব্যক্তি বা পরিবারের কেউ যেন ঢুকে না পড়ে অর্থাৎ। ভুলেও সম্পর্কে তৃতীয় ব্যক্তির কথায় প্ররোচিত হবেন না। এতে সম্পর্কে অশান্তি টেনে আনতে পারে। এই সমস্যা থেকে আপনি কিন্তু সহজে বের হতে পারবেন না। এমনকি বিবাহবিচ্ছেদও হতে পারে।

কোনো কিছু চাপিয়ে দেবেন না

আপনার কোনো মতামত সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না। তার মতামতকেও গুরুত্ব দিন। যদি তিনি আপনার কথা না শোনেন, তাহলে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন।

সূত্র: বোল্ডস্কাই

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।