শিশুর মধ্যে ডেঙ্গুর যে লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে নেবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৫ নভেম্বর ২০২৪
ছোট-বড় সবাই এখন আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ছোট-বড় সবাই এখন আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। বড়রা কোনো মতে সেরে উঠলেও এই রোগে নেতিয়ে পড়ছে শিশুরা। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। তাই এ সময় নবজাতক শিশুদের দিকে বাড়তি খেয়াল রাখা জরুরি।

চিকিৎসকদের মতে, ডেঙ্গু শিশুদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এর প্রাথমিক লক্ষণগুলো সনাক্ত করা জরুরি, যাতে শিশু সময়মতো চিকিৎসা সহায়তা পেতে পারে।

বিজ্ঞাপন

একটি নবজাতক শিশুর ডেঙ্গুর গুরুতর লক্ষণগুলোর মধ্যে একটি হলো- উচ্চ মাত্রায় জ্বর, যা প্রায়শই দুই থেকে সাতদিন স্থায়ী হয়। এর পাশাপাশি শিশুদের মধ্যে বিরক্তি, ক্ষুধা কমে যাওয়া ও ক্লান্তিভাবও হতে পারে। আরও যেসব লক্ষণ দেখা দিতে পারে-

>> বমি
>> মাড়ি-নাক থেকে রক্তপাত
>> পেট ফুলে যাওয়া
>> শ্বাস নিতে অসুবিধা
>> খুব বেশি ঘুম
>> আঠালো ত্বক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনি যদি আপনার শিশুর মধ্যে এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি দেখতে পান, তাহলে তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যান। একই সঙ্গে শিশুকে হাইড্রেটেড রাখতে হবে ও অ্যাসপিরিন বা আইবুপ্রোফেনের মতো ওষুধ দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এটি রক্তপাতের ঝুঁকি বাড়ায়।

কীভাবে শিশুদের ডেঙ্গু থেকে রক্ষা করবেন?

>> শিশুকে মশার হাত থেকে রক্ষা করতে ফুল হাতা পোশাক পরান।
>> বাড়িতে নিয়মিত মশাবিরোধী স্প্রে করুন।
>> শিশুরা যখন ঘুমায় তখন মশারি ব্যবহার করুন।

সূত্র: বোল্ডস্কাই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।