ইউরোপের ৬ দেশে ফুডপান্ডা


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা ইউরোপের ৬টি দেশে তাদের সেবা চালু করেছে। দেশগুলো হল সার্বিয়া, বসনিয়া, হার্জিগোনোভিনা, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, এবং হাঙ্গেরি। ভারত এবং মেক্সিকোতে সুনাম অর্জনের এক সপ্তাহের মধ্যে ফুডপান্ডা এসব দেশে তাদের সেবা চালু করল।

সার্বিয়া, বসনিয়া, হার্জিগোনোভিনা এবং মন্টিনিগ্রোতে ফুডপান্ডা ডোনেসি ডট কমের সাথে যৌথভাবে কাজ করবে। আর ক্রোয়েশিয়াতে ফুডপান্ডা পাউযা কোম্পনির সাথে এবং হাঙ্গেরিতে নেটপিনসার ডট এইচ ইউ এর সাথে কাজ করবে।

ফুডপান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাফ ওয়েনজেল বলেন, ফুডপান্ডা সবসময় ইউরোপে উন্নতমানের  সেবা চালু করার জন্য চেষ্টা করে আসছে। সার্বিয়া, বসনিয়া, হার্জিগোনোভিনা, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরিতে আমাদের সেবা চালু করার মাধ্যমে আমদের প্রচেষ্টা সফল হবে বলে আশা করছি।

উল্লেখ্য, ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশে ঢাকায় ও চট্টগ্রামে সেবা দিচ্ছে ফুডপান্ডা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।