ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ভৈরবপাশা স্থানে বাস ও অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিক্সা চালক নলছিটি উপজেলার শ্রীরামপুর গ্রামের সোবাহান শরীফের ছেলে হান্নান শরীফ এবং আরোহী ঈশ্বরকাঠি গ্রামের  হাসানের স্ত্রী হাফিজা বেগম।

এ ঘটনায় হাসানও আহত হয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাস এবং চালক অনবিন্দ কুমার দাসকে আটক করেছে।

পুলিশ জানায়, বরিশাল থেকে খুলনাগামী পিয়াল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

পরে জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।