বর্ষায় বাড়ে ডেঙ্গু, আক্রান্ত কি না বুঝবেন যে লক্ষণে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৫ জুলাই ২০২৪
ডেঙ্গু থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতার বিকল্প নেই

বর্ষায় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। আর ডেঙ্গু থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে এ সময় জ্বর হলে কখনো তা নিয়ে অবহেলা করা উচিত নয়। কারণ হতে পারে তা ডেঙ্গু জ্বর।

শরীরে ডেঙ্গুর ভাইরাস প্রবেশ করলে প্লাটিলেটের সংখ্যা দ্রুত কমতে থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ডেঙ্গু রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। তবে তার আগে দরকার রোগটি শনাক্ত করা। কীভাবে বুঝবেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত কি না-

ডেঙ্গুর লক্ষণ কী কী?

১. প্রচণ্ড জ্বর (১০৪ ডিগ্রি)
২. প্রচণ্ড মাথাব্যথা
৩. চোখের পেছনে ব্যথা
৪. পেশি ও শরীরের বিভিন্ন গাঁটে গাঁটে যন্ত্রণা
৫. বমি বমিভাব
৬. মাথা ঘোরা
৭. বিভিন্ন গ্ল্যান্ড ফুলে যাওয়া
৮. শরীরে র্যাশ বের হওয়া ইত্যাদি।

যাদের একবার ডেঙ্গু সেরে যাওয়ার পর আবারও ডেঙ্গু হয়, তাদের সিভিয়ার ডেঙ্গু হওয়ার ঝুঁকি বেশি। অর্থাৎ তাদের ক্ষেত্রে মারাত্মক আকার নিতে পারে ডেঙ্গু। সিভিয়ার ডেঙ্গুর কিছু লক্ষণ আছে।

সিভিয়ার ডেঙ্গুর লক্ষণ কী কী?

১. প্রচণ্ড পেটে ব্যথা
২. ঘন ঘন বমি
৩. দ্রুত শ্বাস-প্রশ্বাস ওঠানামা করে
৪. মাড়ি থেকে রক্ত পড়া
৫. ক্লান্তি
৬. অস্থিরভাব
৭. বমির সঙ্গে রক্ত পড়া
৮. প্রচণ্ড পানি পিপাসা
৯. ত্বক শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি।

ডেঙ্গু হলে করণীয়

১. ডিহাইড্রেশন প্রতিরোধে রোগীকে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে।

২. একটানা রোগীর বিশ্রাম জরুরি।

৩. মাথা যন্ত্রণা নিয়ন্ত্রণে ব্যথার ওষুধ যেমন- অ্যাসেটামিনোফেন বা প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করার নিয়ম। তবে এই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ অবশ্যই দরকার।

৪. মাথাঘোরা, মাথার যন্ত্রণা ইত্যাদি ক্ষেত্রে প্রদাহনাশী ওষুধ যেমন- ননস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ আইবুপ্রোফেন ব্যবহার করা হয়। এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ অবশ্যই দরকার।

৫. পরিস্থিতি গুরুতর হলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।

সূত্র: হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।