নিজেকে আকর্ষনীয় করার ৫ উপায়


প্রকাশিত: ০৪:০৯ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

অন্যের কাছে নিজেকে আকর্ষনীয় আর গ্রহনযোগ্য করে তুলতে চান প্রত্যকেই। দৈনন্দিন কাজগুলো একটু গুছিয়ে করার মাধ্যমেই তা অনেকাংশে সম্ভব :

শুদ্ধ বাচনভঙ্গী
মনের ভাব প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে কথা বলা। অপরের সঙ্গে যোগাযোগের জন্য এর চেয়ে ভালো উপায় নেই। কিন্তু কথা বললেই শুধু হবে না, কথার উচ্চারণ যেন শুদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ অশুদ্ধ বাচনভঙ্গীর কারণে অন্যের কাছে আপনি আপনার গ্রহনযোগ্যতা হারাতে পারেন।

স্ট্রেটকাট কথা বলা
কথা বলার সময় অবশ্যই স্ট্রেটকাট অর্থাৎ সরাসরি বলে ফেলুন। যেকোনো বিষয়ে হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না বলে ফেলুন। যারা মিনমিনে স্বভাবের বা ঘুরিয়ে কথা বলতে ভালোবাসেন সাধারণতই তাকে কেউ পছন্দ করে না। তাই যখন যা বলতে চান, আগে থেকে গুছিয়ে নিয়ে সরাসরি বলে ফেলুন।

দায়িত্বশীলতা
আপনার দায়িত্বশীলতাই পারে অন্যের কাছে আপনাকে গ্রহনযোগ্য করে তুলতে। নিজের কাজের প্রতি দায়িত্বশীল হোন। কথা দিলে কথা রাখুন। যে কথা রাখা সম্ভব নয় তা প্রথমেই না করে দিন।

হাসিখুশি থাকা
সব সময় চেষ্টা করুন হাসিখুশি থাকার। কারন হাসি এবং কান্না অনেকটা ছোঁয়াচে অসুখের মত, খুব সহজেই আপনার আশপাশের সবার মাঝে সংক্রমিত হয়ে যাবে! তাই আপনি হাসিখুশি থাকলে আপনার আশপাশের মানুষগুলোও ভালো থাকবে। আর গোমড়ামুখোকে কে-ই বা পছন্দ করে!

পরিচ্ছন্নতা
মনকে তো সুন্দর রাখবেনই, চেষ্টা করুন বাহ্যিকভাবে অর্থাৎ পোশাক-পরিচ্ছদে পরিচ্ছন্ন থাকার। আপনি কতটা দামী পোশাক পরলেন সেটা কোন বিষয় নয় বরং পরিচ্ছন্ন ও রুচিসম্মত পোশাকই পারে অন্যের কাছে আপনাকে আকর্ষনীয় করে তুলতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।