সিলিং ফ্যান পরিষ্কারের ট্রিকস

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ এএম, ০৩ মে ২০২৪
সিলিং ফ্যান খুব দ্রুত নোংরা হয়ে যায়

সবার ঘরেই অন্তত একটি করে হলেও সিলিং ফ্যান আছে। এই গরমে যাদের ঘরে এসি বা এয়ার কন্ডিশন নেই, তাদের ভরসা শুধু সিলিং ফ্যানের বাতাস। তবে সিলিং ফ্যান খুব দ্রুত নোংরা হয়ে যায়।

যেহেতু ফ্যান অনেক উঁচুতে লাগানো থাকে, তাই এটি নিয়মিত পরিষ্কার করা হয় না। আর এ কারণে সিলিং ফ্যানে ময়লার স্তর পড়ে যায়।

আরও পড়ুন

অনেকেই সিলিং ফ্যান পরিষ্কার করা ঝক্কির কাজ বলে মনে করেন। তবে জানলে অবাক হবেন, মাত্র এক মিনিটেই কিন্তু পরিষ্কার করা যায় সিলিং ফ্যান। জেনে নিন উপায়-

একটি পাতলা কোলবালিশে নিন। এবার ফ্যানের এককটি পাখার মধ্যে কোলবালিশের কভার ঢুকিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। এতে ময়লাগুলো কভারের মধ্যে পড়বে আর ঘরও নোংরা হবে না।

এরপর কভারটি ঝেড়ে ময়লা ফেলুন ও পুনরায় ফ্যানের অন্য ব্লেড পরিষ্কার করে নিন। দেখবেন, মাত্রা এক মিনিটের মধ্যেই ফ্যান ঝকঝকে হয়ে যাবে। মাসে অনন্ত একবার এভাবে ফ্যান পরিষ্কার করুন ঝামেলা ছাড়াই।

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।