প্রিয় নারীকে আজ যা উপহার দেবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৮ মার্চ ২০২৪

প্রতিবছরের মতো আজ ৮ মার্চ এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ বছর নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ/ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। নারী-পুরুষের সমতার লক্ষ্যেই ও নারী প্রতি সম্মান প্রদর্শনেই প্রতিবছর এই দিবস পালিত হয়ে আসছে।

নারীদের জন্য এটি বিশেষ একটি দিন। আজকের দিনে চাইলেই প্রিয় নারী যেমন-মা, বোন, মেয়ে, বান্ধবী, সহকর্মীদেরকে দিবসটির শুভেচ্ছা জানাতে পারেন। যদি তাদেরকে উপহার দিতে চান, তাহলে দেরি না করে ঝটপট পছন্দের জিনিসটি কিনে বিশেষ দিনে প্রিয় নারীকে গিফট করুন। রইলো কিছু আইডিয়া-

শাড়ি-গয়না

শাড়ি, গয়না, হাতের আংটি এসবও কিন্তু আপনি দিতে পারেন প্রিয় নারীকে। আপনার মাকে যদি শুভেচ্ছা জানাতে চান, তাহলে তার পছন্দের কোনো রঙের পোশাক, শাড়ি বা গয়না কিনে দিতে পারেন।

হ্যান্ডব্যাগ

সব নারীই হ্যান্ডব্যাগ ব্যবহার করে থাকেন। বিশেষ দিনে প্রিয় নারীকে চাইলে একটি সুন্দর ডিজাইনের হ্যান্ডব্যাগ বা পার্স উপহার হিসেবে দিতে পারেন।

আরও পড়ুন

গাছ

অনেক নারীই গার্ডেনিং করতে ভালোবাসেন। অর্থাৎ তারা গাছ পছন্দ করেন। তাই এমন নারীদেরকে উপহার দেওয়ার ক্ষেত্রে ইনডোর প্ল্যান্ট বা গুডলাক প্ল্যান্ট দিতে পারেন। এতে আপনার প্রিয় নারী খুবই খুশি হবেন।

ফটোফ্রেম

আপনার স্ত্রী বা বন্ধুকে উপহার দেওয়ার সময় চাইলে ফটোফ্রেম দিতে পারে। নিজের সুখময় স্মৃতি ছবিতে ধরে রাখতে চান সবাই। আকর্ষণীয় একটি ফটোফ্রেম হতে পারে নারী দিবসের উপহার।

সম্ভব হলে তার নাম খোদাই করা ফ্রেম উপহার দিতে পারেন অথবা নিজের সঙ্গে তোলা চমৎকার কোনো ছবি এঁটে দিতে পারেন।

ঘুরতে নিয়ে যান

নারী দিবসে স্ত্রীকে যেকোনো সারপ্রাইজও দিতে পারেন কোনো বিশেষ জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন। অথবা চাইলেই ডিনার করাতেও নিয়ে যেতে পারেন।

ট্রাভেল ওয়ালেট

যেসব নারীরা ভ্রমণপ্রিয়, তাদেরকে ট্রাভেল ওয়ালেট উপহার দিতে পারেন। এতে তার আইডিসহ সব কার্ড, কয়েন, ফটো রাখতে পারবেন তিনি।

কার্ড দিন

প্রিয় নারীকে উপহার দেওয়ার ক্ষেত্রে হাতে তৈরি কার্ডেও সম্মান ও ভালোবাসা জানাতে পারেন। এতে সুন্দর কিছু উক্তি লিখে উপহার দিতে পারেন বন্ধু, মা অথবা সহকর্মীকে।

ফুল-চকলেট

শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে চকলেট ও ফুল দেওয়ার রীতি যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। আপনিও চাইলে এভাবেই প্রিয় নারীকে উপহার হিসেবে একগুচ্ছ তাজা ফুল অথবা চকলেট দিতে পারেন।

সূত্র: টাইমস নাউ নিউজ

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।