গুড় দিয়েও বানানো যায় কেক, রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

কেক খেতে কে না পছন্দ করেন। চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের কেক খেতেই বেশি পছন্দ করেন সবাই। তবে সামান্য স্বাদ বদল করতে চাইলে তৈরি করতে পারেন গুড়ের কেক।

শীত আসতেই গুড় দিয়ে পিঠা তৈরির ধুম পড়ে যায়। গুড়ের স্বাদে মুগ্ধ সবাই। চাইলে গুড় দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু কেক। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: বিকেলের নাশতায় রাখুন চিকেন কাবাব 

উপকরণ

১. ‏ডিম ৩টি
২. ‏ময়দা ১ কাপ
৩. ‏কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
৪. ‏গুঁড়া দুধ ২ টেবিল চামচ
৫. ‏বেকিং পাউডার ১ চা চামচ
৬. ‏নলেন গুড় ১ কাপ
৭. ‏তেল ১/৪ কাপ ও
৮. ‏লবণ এক চিমটি।

আরও পড়ুন: চায়ে লবঙ্গ মেশালে মিলবে যে উপকার 

পদ্ধতি

প্রথমে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ছেঁকে নিন। তারপর একটি বড় পাত্রে নরমাল তাপমাত্রার ডিম নিন। ফ্রিজের ডিম অন্তত এক ঘণ্টা আগে বের করে রাখুন।

হ্যান্ড বিটার বা হুইস্ক দিয়ে ভালো করে ডিম বিট করে ফোমের মতো করে নিন। তারপর মিশিয়ে দিন তেল বা মাখন। এরপর আবারো বিট করুন।

এবার শুকনো উপকরণের মিশ্রণ অল্প অল্প করে মিশিয়ে নিন গলানো গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ডিমের মিশ্রণ মিশিয়ে নিন ভালো করে।

আরও পড়ুন: গুড়ের পায়েস রান্নার সঠিক উপায় 

সামান্য লবণও দিন। এ পর্যায়ে হ্যান্ড বিটার একেবারেই ব্যবহার বা ওভারমিক্স করবেন না। এরপর তেল বা মাখন দিয়ে একটি কেকের ছাঁচ গ্রিজ করে নিন।

নিচে পেপার দিয়েও নিতে পারেন। এরপর এতে কেকের মিশ্রণ ঢেলে দিন। কেকের ছাঁচটি সামান্য হাত দিয়ে ঝাঁকিয়ে নিন। এরপর ওভেন ১০ মিনিটের জন্য প্রি-হিট করুন।

তারপর কেকটি ১৬০ ডিগ্রিতে ২০ মিনিটের জন্য বেক করুন। ২০ মিনিট পরে একটি টুথপিক দিয়ে চেক করুন। টুথপিক পরিষ্কার বের হলে কেক রেডি।

যদি পরিষ্কার না বের হয় তাহলে আরও ৫ মিনিটের জন্য বেক করুন। তারপর কেকটি ছাঁচ থেকে বের করে নিন। এবার পুরোপুরি ঠান্ডা করে পরিবেশন করুন নলেন গুড়ের কেক।

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।