প্রিয়জনকে কথা দেওয়ার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

প্রতিশ্রুতি বা কমিটমেন্ট দেওয়ার বিষয় সম্পর্কে কমবেশি সবাই জানেন। যে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার অর্থ হলো শেষ পর্যন্ত তা রাখার চেষ্টা করা। আজ প্রিয়জনকে কথা দেওয়ার দিন।

নতুন বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রদর্শনে প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে পালিত হয় কমিটমেন্ট ডে।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদের আগে যে লক্ষণগুলো দেখা দেয়

জানলে অবাক হবেন, দুজন ব্যক্তির মধ্যে প্রতিশ্রুতির প্রথম রেকর্ড আছে ৪ হাজার ৩৫০ বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায়। যখন তারা বিবাহ করেন।

বিয়ের সম্পর্কই টিকে থাকে স্নেহ, শ্রদ্ধা, অন্তহীন ভালবাসা ও সারাজীবন একসঙ্গে কাটানোর কমিটমেন্টের মাধ্যমে। প্রতিশ্রুতি শুধু ‘আমি তোমাকে ভালোবাসি’ বা ‘মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না’ বলার মধ্যেই সীমাবদ্ধ নয়।

আরও পড়ুন: নিজের জীবন গোপনীয় রাখবেন কেন?

এছাড়া আপনি ব্যক্তিগত বা পেশাগত উন্নয়নের ক্ষেত্রে বা স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষেত্রেও নিজের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে পারেন।

যদিও এখন তরুণ-তরুণীরা রিলেশনে কমিটমেন্ট চান না। তবে প্রেম বা বিয়ের সম্পর্ক ভালো রাখতে সঙ্গীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত। এতে সম্পর্ক আরও মজবুত হয়।

আবার অনেকেই আছেন যারা প্রতিশ্রুতি দিয়েও তা করেন না, সেক্ষেত্রে সম্পর্ক ভেঙে যেতে পারে। একই সঙ্গে আপনার প্রতি সঙ্গীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধও থাকবে না।

সূত্র: ন্যাশনাল টুডে

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।