কেমন হবে শিশুর সঙ্গে আচরণ


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০২ এপ্রিল ২০১৬

শিশুরা অনুকরণপ্রিয়। আপনার দেখাদেখিই আচার-আচরণ গড়ে উঠছে আপনার ছোট্ট শিশুটিরও। তাই আপনিই পারেন শিশুর আচরণের বিকাশ ঘটাতে। তাই মা-বাবা কিংবা অভিভাবককেই ভালো আচরণের চর্চাটা আগে শুরু করতে হবে। ছোটবেলা থেকেই শেখাতে হবে সহনশীলতা ও আত্মনির্ভরশীলতা।

শিশুর ছোট ছোট চাওয়ার গুরুত্ব দিতে হবে। সন্তানের বাবা-মা হিসেবে আপনাদেরকেই তো ওর সব ইচ্ছা অনিচ্ছার কথা জানতে হবে।

আপনার শিশু না খেতে চাইলে জোর করবেন না। আপনার সন্তানের খাবার আগ্রহ বাড়ানোর জন্য এক সাথে বসে খেতে পারেন।

শিশুর যে পোশাকে স্বাচ্ছ্ন্দবোধ করে সেই পোশাক তাকে পরতে দিন। এতে করে তার সুন্দর রুচিবোধ গড়ে উঠবে।

শেখাতে পারেন কিছু ছোট ছোট কাজ। এতে করে আপনার সন্তান হয়ে উঠবে আত্মবিশ্বাসী। আপনার শিশুকে খেলার সুযোগ দিন। বাইরে খেলতে পাঠালে যদি কোন সমস্যা হতে পারে মনে করেন, তাহলে আপনার সন্তানকে ঘরেই বেশি সময় দিন। খেলতে পারেন ঘরেই খেলা যায়, এমন কোনো খেলা।

সবচেয়ে অপছন্দের মানুষটির সাথেও শিশুর সামনে ভালো আচরণ করুন। যেন শিশুর কোনো বিরুপ ধারনা সৃষ্টি না হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কোন সমস্যা হলে তা যেন আপনার সন্তান বুঝতে না পারে।

টেলিভিশন দেখার ক্ষেত্রেও একটু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের ভয়াবহ চিত্র আপনার সন্তানকে দেখতে দেবেন না। সবাইকে সম্মান করতে শেখান আপনার সন্তানকে। তবেই না সে সবাইকে সম্মান করবে।

এইচএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।