সালমান-শাহরুখের জন্য স্পেশাল প্রিভিউ নেই : আমির


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

এই তো সবেই তিন খানের বন্ধুত্ব শুরু হয়েছিল! এর মধ্যে আবার কি হল। কিছুই না তিন খানের মধ্যে আপাতত গলায় গলায় বন্ধুত্ব আছে। তবে এই তিন খানের মধ্যে একজন আমির খান, বলিউডে তাঁর আপকামিং ছবি পিকে-এর প্রচারে আপাতত ব্যস্ত।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, মুক্তির আগেই মিস্টার পারফেকশনিস্ট আমির খান বলিউডের অপর দুই খানের জন্য পিকের স্পেশাল প্রিভিউ দেখানোর ব্যবস্থা করেছেন। এও শোনা যাচ্ছিল, চলতি সপ্তাহের যেকোনো এক দিন তিন খান মিলে এই ছবি দেখবেন। কিন্তু সব জল্পনায় জল ঢেলে আমির জানালেন তিনি সালমান শাহরুখের জন্য কোনো স্পেশাল প্রিভিউয়ের ব্যবস্থা করেননি।

সাংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারের আমির জানিয়েছেন, ছবি মুক্তি পাবার আগে শাহরুখ-সালমান কেন কারো জন্যই কোনো রকম স্পেশাল প্রিভিউয়ের ব্যবস্থা করা হয়নি। প্রেক্ষাগৃহে  দর্শকদের সামনে প্রথম এই ছবি দেখানো হবে। ছবির কলাকুশলীরা ছাড়া বাইরের কারো জন্য এই ছবি প্রিভিউয়ের ব্যবস্থা করা হয়নি। তিনি আরো জানিয়েছেন, সবাই ভাবছে পিকেতে আমার চরিত্রটি অটিস্টিক কিন্তু আসলে তা নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।