ডায়াবেটিস রোগীর কিডনি-হার্ট-চোখ নষ্ট হতেই যে লক্ষণ দেখা দেয়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৯ মে ২০২৩

এখন প্রায় প্রতিটি ঘরে ঘরেই ডায়াবেটিসের রোগী আছে কমবেশি। এই রোগকে বলা হয় নীরব ঘাতক। কারণ রক্তে শর্করা কখন বাড়তে শুরু করে, রোগী তা একেবারেই টের পান না।

ডায়াবেটিস বেড়ে গেলেই এর লক্ষণ দেখা দিতে শুরু করে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি, না হলে শরীরের গুরুত্বপূর্ণ সব অঙ্গ-প্রত্যঙ্গে এর কঠিন প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: ডায়াবেটিস কী? এই রোগ সম্পর্কে যা জানা জরুরি 

সিডিসি’র তথ্য অনুযায়ী, ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা, কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্ষুধামন্দা, হাত-পা অবশ হয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, শুষ্ক ত্বক, ত্বকে ইনফেকশনের মতো লক্ষণ দেখা দিতে শুরু করে।

ডায়াবেটিসের শেষ লক্ষণ কখন দেখা যায়?

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে স্নায়ু নষ্ট করে দেয়। যার কারণে চোখ, পা, হার্ট, কিডনি, স্নায়ুর মতো অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে ও এটিই এই রোগের শেষ পর্যায়। একই সময় আপনি এর শেষ লক্ষণগুলো দেখতে পাবেন।

আরও পড়ুন: নখ দেখেই বুঝে নিন ডায়াবেটিসে আক্রান্ত কি না 

কিডনি নষ্ট হওয়ার লক্ষণ

>> উচ্চ রক্তচাপ
>> প্রস্রাবে প্রোটিন বেড়ে যাওয়া
>> পা, গোড়ালি, হাত ও চোখ ফুলে যাওয়া
>> ঘন ঘন মূত্রত্যাগ
>> ক্ষুধামন্দা
>> বমি বমি ভাব বা বমি
>> ক্রমাগত চুলকানি

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীরা ফুলকপি-ব্রোকলি কেন খাবেন? 

হার্টের ক্ষতির লক্ষণ

>> শ্বাসকষ্ট
>> ক্লান্তি
>> মাথা ঘোরা
>> অস্বাভাবিক হৃদস্পন্দন
>> পা ও গোড়ালি ফোলা
>> বুক ব্যাথা

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীর জন্য আখের রস কি সত্যিই উপকারী? 

চোখের ক্ষতির লক্ষণ

এনএইচএসের মতে, উচ্চ চিনির কারণে চোখের ক্ষতিকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়। এতে চোখের আলো ধীরে ধীরে কমতে থাকে বা ঝাপসা হতে থাকে। একই সময়ে, আপনার চোখের সামনে বিভিন্ন আকার উপস্থিত হতে শুরু করে।

সূত্র: প্রেসওয়ার ১৮

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।