শুষ্ক ত্বকের যত্নে ঘরোয়া লোশন বার


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৯ মার্চ ২০১৬

ত্বকের শুষ্কতা দূর করার জন্য আমাদের অনেকরকম প্রচেষ্টা থাকে। ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে লাবণ্যময় করতে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন বিশেষ লোশন বার। এগুলো ব্যবহার করা যেমন সহজ, তেমনি বাইরে গেলেও ব্যাগে করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। দেখে নিন লোশন বার তৈরির এই সহজ উপায়-

যা  লাগবে :
২ টেবিল চামচ মোম, চার টেবিল চামচ নারিকেল তেল, এক টেবিল চামচ অলিভ অয়েল, এসেনশিয়াল অয়েল, দারুচিনি গুঁড়ো অথবা লেবুর খোসা

যেভাবে করবেন :
নারিকেল তেল এবং মোমের কুচি একটা ধাতব অথবা কাঁচের বোলে নিন। এটাকে গরম পানির ওপর রেখে গলিয়ে নিতে পারেন। অথবা মাইক্রোওয়েভে দিয়েও গলিয়ে নিতে পারেন। গলে গেলে এটাকে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। অলিভ অয়েল যোগ করুন। এরপর সুগন্ধির জন্য যোগ করুন আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা। বিশেষ করে টি ট্রি অয়েল ঘাড় ও মুখের ত্বকের জন্য বেশ ভালো। তবে স্পর্শকাতর ত্বকের জন্য এটা তেমন ভালো নয়। এছাড়াও ব্যবহার করতে পারেন লেবুর খোসা কুচি অথবা দারুচিনি গুঁড়ো। মিশ্রণটি ঢেলে নিতে পারেন আইস কিউবের একটা ট্রেতে অথবা মাফিন টিনে। এরপর ফ্রিজে ঢুকিয়ে ফেলুন ঘন্টাখানেকের জন্য।

ঘন্টাখানেক পর ফ্রিজ থেকে বের করলেই দেখতে পাবেন আপনার লোশন বার সেট হয়ে গেছে। ট্রে থেকে এগুলো বের করে নিন। ব্যবহারের জন্য রেখে দিতে পারেন ছোট টিন বা কন্টেইনারে। যে কোনো সময়ে ছোট্ট এই বারগুলো হাতে মেখে নিতে পারেন। মোম এবং নারিকেল তেল থাকায় এগুলো জমাট বেঁধে থাকবে। আর ময়েশ্চারাইজার হিসেবেও নারিকেল তেল দারুণ। আপনি যখন হাতে ঘষবেন তখন শরীরের তাপে এগুলো গলে হাতে মেখে যাবে। নিজের জন্য তো বটেই, কাউকে উপহার দিতেও এগুলো অসাধারণ।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।