সাদা পোশাক রঙিন সাজ
সাদা অভিজাত একটি রঙ। সাদার বড় সুবিধা হলো এটি যেকোনো রঙের সঙ্গেই মানিয়ে যায়। তবে কখন কোন রং বেছে নেবেন তা নির্ভর করবে ঋতু, সময় ও পরিবেশের ওপর। যেমন প্রকৃতিতে রঙের উপস্থিতি কম হলে সাদা পোশাকের সঙ্গে সাজটা হওয়া চাই অনেক বেশি উজ্জ্বল। দিনের বেলায় কোনো দাওয়াতে অথবা যেকোনো সময়েই আনুষ্ঠানিক পরিবেশে সাদা পোশাক পরলে তার সঙ্গে মেরুন, বাদামি, গোলাপি অথবা কফি রঙের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। রাতের বেলায় সাজে জমকালো ভাব আনতে লাল, ম্যাজেন্টা, কমলার মতো গাঢ় রং বেছে নিতে পারেন।
সাদা পোশাকের সঙ্গে চোখের সাজটা হালকা রাখুন। চোখে নীল, আকাশি ও সবুজ রঙের শেড ব্যবহার করা যেতে পারে অথবা শুধু লাইনার, কাজল, ঘন মাশকারা এবং ন্যুড রঙের আইশ্যাডো দিয়েও আকর্ষণীয় করে তোলা যায়। হোয়াইট স্মোকি মেকআপেও ভালো লাগবে। চোখের নিচে সাদা, গোলাপি, সবুজ এ ধরনের রংগুলো ব্লেন্ড করে দিলেও দেখতে সুন্দর লাগবে, বললেন তিনি। চোখে কালো ও সাদাটে দুই ধরনের স্মোকি মেকআপেই মানাবে, তবে ইদানীং ড্রামাটিক আই মেকআপের চলও লক্ষ করা যাচ্ছে। নীল, ময়ূরকণ্ঠী, বেগুনি, সবুজ ইত্যাদি রঙ দিয়েই সাধারণত চোখের সাজে ড্রামাটিক লুক আনা হয়। কয়েকটি রঙের ব্যবহার সাজে নিয়ে আসবে আরও বৈচিত্র্য।
ব্লাশনের ক্ষেত্রে পিচ, মভ, গোলাপি রঙ ব্যবহার করা যেতে পারে। ভারী মেকআপের ক্ষেত্রে বাদামি, মেরুন এই গাঢ় রঙগুলো বেছে নিতে পারেন। তবে মেকআপ ভারী হোক আর হালকা, যে রঙ বেছে নেবেন তা অবশ্যই ত্বকের সঙ্গে মানাতে হবে, এমনটাই মনে করেন তাঁরা। পোশাকে যেহেতু রঙের সমাহার থাকছে না, তাই সাজ দিয়েই উজ্জ্বলতা আনতে হবে। হয় চোখ নয়তো ঠোঁট, যেকোনো একটির ওপর আলোকপাত করতে হবে। চোখের মেকআপ ভারী হলে লিপস্টিকের রং হবে হালকা এবং গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে চোখের সাজ হবে একদম ন্যাচারাল।
সাজে কোন কোন রং প্রাধান্য পাবে তা অনুষঙ্গের ওপরও অনেকটা নির্ভর করবে। সাদা পোশাকের সঙ্গে মুক্তা বা সাদা পাথরের গয়নাই সাধারণত বেশি পরা হয়ে থাকে, তবে এখন রঙিন পাথর বা পুঁতির গয়নাও হরদম পরতে দেখা যাচ্ছে। গয়না অথবা ব্যাগ রঙচঙে হলে তার রঙের সঙ্গে মিলিয়েও সাজ দেওয়া যেতে পারে। হাল ফ্যাশনের ট্রেন্ড অনুসরণ করলে সাদা বেশে সাদামাটাভাবে নয়, বরং নিজেকে উপস্থাপন করুন রঙিন সাজে।
এইচএন/পিআর