৩৩ নারী উদ্যোক্তাকে নিয়ে হয়ে গেলো ঈদমেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

রানী মৌমাছির দল নামে একটি ই কমার্স গ্রুপের ৩৩ নারী উদ্যোক্তাকে নিয়ে রাজধানীতে হয়ে গেলো ঈদমেলা। ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত মিরপুর সাড়ে ১১-এর সেতারা কনভেনশন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশী কাপর, গহনা ও দৈনন্দিন জীবনের আনুষঙ্গিক হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে ছিলেন তারা।

তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। মেলার আয়োজক ছিলেন- রানী মৌমাছির দলের পরিচালক তামান্না সেতু, শাবনাম তৃপ্তি ও আবু ইউসুফ।

মেলায় অংশ নিয়েছে- ফারাহ্স ওয়ার্ল্ড, জোহরাস ক্রিয়েটিভ কর্নার, ধবল, ট্রেন্ডিলুক, সিম্মির সিন্ধুক, পাঞ্জেহ, বৈচিত্র গ্যালারি, সিন্ধু, বিদ্যাসাথী, বনিতা, চারুতমা, নোরাইজ ক্লোসেট, টাঙ্গাইল কুকবুক, পোশাক বাই টারনাস, মাধবী ফ্যাশান, আঞ্জুমস, লাটিম, সিম্পফোনি বাই বিডস, পাহাড়ি, ধ্রুবর খেলাঘর, এঞ্জেল বুটিক বাই শাবনাম, জুম ঘর, জরিন, রাওজাহ্, সূর্যাভা, ব্রিটেইন বাজার, স্টাইল ফিলপ, গুলশান ওয়ার্ল্ড বুটিক এন্ড ট্রেনিং সেন্টার।

আড়ম্বরপূর্ণ এ ঈদ মেলার সমাপ্তিকালে নারী উদ্যোক্তারা জানান, তারা নিয়মিত এ আয়োজন চালিয়ে যাবেন।

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।