সোলাস্তায় বসন্তে পোশাক কিনলে ঈদে ছাড়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৩ মার্চ ২০২৩

তরুণ প্রজন্মের ফ্যাশন ব্র্যান্ড সোলাস্তা সব সময়ই তাদের প্রকাশ ও প্রচারণায় ব্যতিক্রম। নিত্যনতুন প্রচারণার ধারণা নিয়ে তাদের সরব পদচারণা ফ্যাশন জগতে নজর কেড়েছে সবার। তারই ধারাবাহিকতায় সোলাস্তা এবার নিয়ে এসেছে ক্রেতাবান্ধব বিশেষ আয়োজন ‘সোলাস্তা স্প্রিং ফ্যান্টাসি ২০২৩’।

সেখানে ক্রেতারা প্রথমবার কিনলে দ্বিতীয়বারও পাবেন ৫০ শতাংশ ছাড়। এ ছাড়া নিজস্ব ডিজাইনের পোশাকের নকশা ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্রেতাবান্ধব ও গুণগত মানে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ব্র্যান্ডটি। যাত্রা শুরুর তিন বছরে সোলাস্তা এখন ফ্যাশনপ্রিয়দের আস্থার নাম।

jagonews24

প্রতিষ্ঠানটির সিইও শামসুল হক রিপন বলেন, ‘এ বছর বসন্ত উৎসব, বৈশাখ ও ঈদ একাকার হয়ে আসছে। তাই চাপ কমাতে ক্রেতাদের পাশে থাকার ইচ্ছা নিয়েই ‘স্প্রিং ফ্যান্টাসি’ ঘোষণা করা হয়েছে। ফাল্গুন ও চৈত্রের যে কোনো গ্রাহক ‘সোলাস্তার’ পণ্য প্রথমবার কিনলে দ্বিতীয়বার কেনার ক্ষেত্রে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় পাবেন।’

আরও পড়ুন: কোন রঙে আপনাকে বেশি মানাবে? বুঝবেন যেভাবে 

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে উৎপন্ন শতভাগ আন্তর্জাতিক মানের সেবা প্রদানে সামর্থ ও উন্নত নকশা প্রস্তুতে পারদর্শী এমন একটি ফ্যাশন ব্র্যান্ডকে সামনে এগিয়ে নিতে ক্রেতা সন্তুষ্টি ও আস্থা ধরে রাখতে ভবিষ্যতে বিনিয়োগ করবে ব্র্যান্ডটি।’

jagonews24

এ আয়োজনে ফাল্গুন ও চৈত্র মাসের কেনাকাটার গ্রাহক সন্তুষ্টি সর্বোচ্চ। সোলাস্তার হেড অব ডিজাইন কাশফিয়া নেহরীন বলেন, ‘সম্পূর্ণ নতুন ১০০০ নিজস্ব ডিজাইন নিয়ে সোলাস্তা পোশাকের নকশা করেছে এবার স্প্রিং-সামারের জন্য। তার মধ্যে ৩০০ নকশার পোশাক এরইমধ্যে শপে পাঠানো হয়েছে। আরও ৭০০ নকশার নতুন পোশাক শপে যাবে রোজা শুরুর আগেই।’

অনলাইনে সোলাস্তার পণ্য দেশময় ছড়িয়ে দিতে নিবেদিত ই-কমার্স দল নিরলস কাজ করছে। যে কেউ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ব্রাউজ করে পণ্য পেতে পারেন ঘরে বসেই। নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও বালক-বালিকাদের জন্য দেশীয় ও ওয়েস্টার্ন পোশাকের নকশা ও প্রস্তুত করছে সোলাস্তা। সোলাস্তার নিজস্ব আউটলেটে পাওয়া যাচ্ছে পণ্যগুলো।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।