সকালে যে কাজ করলে দ্রুত কমবে ওজন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ১৪ অক্টোবর ২০২২

ওজন যতটা সহজে বেড়ে যায়, তা কমানো ঠিক ততটাই কঠিন। যদিও ওজন কমাতে অনেকেই নানা পদ্ধতি অনুসরণ করেন, তবে সবাই কিন্তু সফল হন না।

বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা সম্ভব। যদি কেউ সঠিকভাবে জবনধারণ না করেন সেক্ষেত্রে মুটিয়ে যাওয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

ওজন বশে রাখতে এজন্য প্রতিদিন নিয়ম মেনে চলতে হবে। এক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠেই কয়েকটি কাজ করলেই কিন্তু আপনি ফিট থাকতে পারবেন। জেনে নিন ওজন কমাতে সকালে কোন কাজ করা জরুরি-

এক গ্লাস গরম পানি পান করুন

ঘুম থেকে উঠেই প্রথমে পনি পান করা উচিত সবারিই। এক্ষেত্রে এক গ্লাস গরম পানি বেশ উপকারী। পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে ও বিপাককে উদ্দীপিত করতে সহায়তা করে এই অভ্যাস। অনেক প্রাচীন সংস্কৃতি তাদের শরীরকে বিষমুক্ত করার জন্য একই পদ্ধতি অনুসরণ করতেন সকালে।

যোগব্যায়াম অনুশীলন করুন

ভারতের পালক নোটসের প্রতিষ্ঠাতা, পুষ্টিবিদ পলক মিধার মতে, ‘সকালে যোগব্যায়াম করলে শরীরের অতিরিক্ত চর্বি দ্রুত কমতে শুরু করে।

এক্ষেত্রে সূর্য নমস্কার প্রায় ১৩.৯১ ক্যালোরি পোড়ায়। সকালে ৩০ মিনিটের জন্য সূর্য নমস্কারের অনুশীলন প্রায় ২৭৮-২৮০ ক্যালোরি পোড়ায়। যা এক ঘণ্টার কার্ডিও সেশনেরও বেশি।

প্রোটিন সমৃদ্ধ নাস্তা খান

সকালের নাস্তা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এজন্য প্রোটিন সমৃদ্ধ প্রাতঃরাশ নিশ্চিত করুন। এতে দীর্ঘক্ষণ আপনার পেট ভরা থাকবে।

আবার ভাজাপোড়া খাবারের প্রতি লোভও কমাবে। প্রোটিন সমৃদ্ধ নাস্তায় আপনি ডিম কিংবা চর্বিহীন মাংস রাখার চেষ্টা করুন।

রোদ পোহান

গবেষণায় দেখা গেছে, সারাদিন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো গায়ে লাগানো অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।

সূর্যের আলো ত্বকের নিচের চর্বি ভাঙতে সাহায্য করে। চেষ্টা করুন সকালের রোদ পোহাতে, এতে শরীরে মিলবে ভিটামিন ডি আবার ওজনও কমবে দ্রুত।

৭-৮ ঘণ্টা ঘুমান

ঘুমও ওজন কমাতে সাহায্য করে। বিভিন্ন গবেষণা অনুসারে, ঘুম কম হলে ক্যালোরি গ্রহণের পরিমাণও বেড়ে যায়।

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি, একটি স্বাস্থ্যকর ঘুমের প্যাটার্ন সেট করা ওজন কমাতে সাহায্য করে। সর্বোচ্চ ফলাফল পেতে প্রতি রাতে কমপক্ষে ৮ ঘণ্টা গভীর ঘুমের প্রয়োজন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।