বারবার গলা শুকিয়ে যাওয়ার লক্ষণ যে রোগের ইঙ্গিত দেয়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ১১ অক্টোবর ২০২২

গরমে অতিরিক্ত ঘাম হওয়ায় কিংবা পরিশ্রমের পর পানি পিপাসা পাওয়া স্বাভাবিক। তবে কোনো কারণ ছাড়াই বারবার গলা শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে কঠিন রোগের লক্ষণ।

রক্তে শর্করার পরিমাণ বাড়লেও কিন্তু বারবার গলা শুকিয়ে যেতে পারে। ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবে বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।

অথচ বেশিরভাগ মানুষই জানেন না যে, এই সমস্যার সঙ্গে ডায়াবেটিসের গভীর সম্পর্ক আছে। আসলে ডায়াবেটিসের কারণে জিভে লালার পরিমাণ কমে যায়। ফলে বারবার শুকিয়ে যায় গলা।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হতে পারে মুখের একাধিক সমস্যা। জেনে রাখুন ডায়াবেটিসের অন্যান্য উপসর্গগুলো কী কী-

১. দাঁতে ক্ষয়
২. মাড়িতে জ্বালাপোড়া
৩. ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে যাওয়া
৪. গলায় জ্বালাপোড়া, আলসার কিংবা সংক্রমণ
৫. জিভ, মাড়ি, গাল ও তালুতে লাল-সাদা দাগ হওয়া
৬. মুখের বিভিন্ন অংশে ব্যথা হওয়া ইত্যাদি।

মুখের এসব সমস্যা দেখা দিলে অবশ্যই রক্তে শর্করার পরিমাণ নির্ণয় করুন ও সঠিক চিকিৎসা গ্রহণ করুন। ডায়াবেটিস ধরা পড়লে তা নিয়ন্ত্রণে রাখতে জীবন ধারায় পরিবর্তন আনুন।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।