শিরিন শিলার লাইফস্টাইল
ঢাকাই চলচ্চিত্রের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা শিরিন শিলা। অভিনয়, গ্ল্যামার আর ফটোজেনিক মুখশ্রী দিয়ে প্রযোজক-পরিচালকের নজর কেড়েছেন। ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা। এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অপু বিশ্বাস থাকলেও শিরিন শিলা নিজের যোগ্যতায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এরপরই তিনি সুযোগ পান শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ ছবিতে। বর্তমানে শিলা অভিনীত ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘মিয়া বিবি রাজি’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া শীঘ্রই শুরু করবেন `প্রবাসী ডন` এবং `আংটি` নামের দুটি ছবির কাজ। সুহাসিনী এই চিত্রনায়িকা তার লাইফস্টাইলের কথা জানালেন জাগো নিউজকে-
কোথা থেকে শুরু করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না শিলা। সে জন্য প্রথমেই জানালেন তার প্রিয় খাবারের কথা। শিলা বলেন, `আমার প্রিয় খাবারের মধ্যে প্রথমেই যার নাম চলে আসে সেটি হচ্ছে ইলিশ মাছ। এছাড়া ডিম, ফ্রাইড চিকেনসহ মায়ের হাতের রান্না করা যেকোনো খাবার পছন্দ করি।`
আরো বলেন, `কাজের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করা হয়। সেজন্য হরেক ধরণের খাবার খাওয়া হয়। কিন্তু মায়ের হাতের রান্নায় যেমন স্বাদ পাই সেটা আর কোথাও পাওয়া যায়না। তাছাড়া মায়ের রান্না করা খাবারে আলাদা মমতা মাখা থাকে।`
পোশাকের ক্ষেত্রে শিলা মনে করেন, নামিদামি ব্র্যান্ডের পোশাক ব্যবহার করতে হবে এমন কথা নেই। যেটা পরতে ভালো লাগে সেটাই পরেন তিনি। তবে সেটা অবশ্যই হতে হবে আরামদায়ক। তবে শিলার ভালো লাগে দেশীয় ফ্যাশন হাউজ `জ্যোতি`র পোশাক। এছাড়া ভাসাভি এবং মানতারার পোশাকও আছে পছন্দের তালিকায়। এছাড়া প্রিয় সুগন্ধির মধ্যে রয়েছে গুচি, মাইকেল ক্রস।
শিলা বিশ্বাস করেন একজন নারীর পরিপূর্ণ ব্যক্তিত্ব আর সৌন্দর্য বিকাশে গহনার বিকল্প নেই। সেজন্য তিনি নিজেও সবসময় গহনা ব্যবহার করে থাকেন। তিনি বলেন, `স্বর্ণের গহনাই পরা হয় সবসময়। তবে কোন পার্টিতে বা বড় অনুষ্ঠানে হাজির হলে দুহাতের আঙুলে আংটি পরি থাকি এবং ডায়মন্ডের লকেট পরি।`
জুতার ক্ষেত্রে পোশাকের সাথে জুতা মানিয়ে নেন শিলা, আর বাসায় কিংবা কোথাও ঘুরে বেরুলো স্লিপার ব্যবহার করেন। ঘোরাঘুরির জন্য টুকটাক জিনিস বহনের জন্য প্রয়োজন পড়ে ব্যাগের। এজন্য সিলা সব সময় ক্যালভিন ক্লেয়েইন এর ব্যাগ ব্যবহার করে থাকেন। এদিকে, আজকাল কোথায় বের হলে হাতে ঘড়িও পড়েন শিলা। এ ক্ষেত্রে পছন্দের ঘড়ির ব্র্যান্ড র্যাডো এবং গুচি। বললেন, `মুঠোফোন দেখে সময় জেনে নেওয়া গেলেও ঘড়ি মানুষের ফ্যাশনের ক্ষেত্রে আলাদা ব্যক্তিত্ব বহন করে। সেজন্য ঘড়ির ব্যবহার অন্যরা না করলেও আমি করে থাকি।`
রোদ, ধুলাবালি থেকে চোখকে রেহাই দিতে সানগ্লাসের বিকল্প নেই- বললেন শিলা। আরো বলেন, `আমার পছন্দের সানগ্লাসের ব্র্যান্ডের মধ্যে রেভিনিউ-এর সানগ্লাসই বেশি পছন্দ করি। সানগ্লাস পরলে একদিকে যেমন ফ্যাশনেবল মনে হয় তেমনি চোখের সুরক্ষাও থাকে।`
শুটিং ছাড়া অন্য সময় ম্যাক ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করেন শিলা। চুলের যত্নে ব্যবহার করেন ভারি কিছু ব্যবহার করেন না। তিনি বলেন, `চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। নিয়মিত প্রাকৃতিকভাবে চুলের যত্ন নিতে যা যা করার তাই করি।` শিলার অবসর কাটে ফেসবুকে ঢুঁ মেরে, মুভি দেখে, গান শুনে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে।
এছাড়া ঘোরাঘুরির প্রতি শিলার আকর্ষণও কম না। দেশের মধ্যে কক্সবাজার বারবার টানে শিলাকে। এজন্য সুযোগ পেলেই বালু আর লোনা পানিতে খালি পায়ে হাঁটতে চলে যান কক্সবাজারে। তাছাড়া দেশের বাহিরে থাইল্যান্ডের পাতায়া এবং সুইজারল্যান্ড পছন্দের জায়গা তার। পছন্দের ঋতু শীতকাল। হাড় কাঁপানো শীত আর কুয়াশার মাঝে বসে থেকে ধোঁয়া ওঠা পিঠা খেতে দারুন পছন্দ করেন শিলা। তার ভাষ্য, `শীতের দিনে দুধে চুবানো দুধপুলি, বাদশা ভোগ, খেজুরের রসের পিঠা এককথায় অমৃত।`
সবশেষে শিলা জানান তার শখের কিছু কথা। বললেন, প্রত্যেক মানুষের কিছু না কিছু শখ থাকে। তবে অন্যদের থেকে আমার শখটা ব্যতিক্রম। নিজের থাকার ঘরটা পরিপাটি করে সাজিয়ে রাখা এবং নিজের ঘরের চারদিক বাহারি পুতুল দিয়ে সাজানোই আমার শখে ভিতর পড়ে।`
এনই/এইচএন/পিআর