যুক্তরাজ্যে বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৬ নভেম্বর ২০১৪

১০০ বছরের বেশি বছর বয়সী এক ভারতীয় দম্পতিকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি হিসেবে। তারা ১৯২৫ সালের ১১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রায় ৮৯ বছর একসঙ্গে পার করেছেন এই দম্পতি। রবিবার যুক্তরাজ্যে ঐ দম্পতি যৌথভাবে তাদের জন্মদিন পালন করেন।

মেট্রো পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, করম চাঁদ ও কার্তারি যে বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐ বছরই মার্গারেট থ্যাচার জন্মগ্রহণ করেন ও স্ট্যানলি ব্লাডউইন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন।

করম চাঁদের বর্তমান বয়স ১০৯ বছর। ঐ দিনই তার স্ত্রী ১০২ বছরে পা রেখেছেন। তারা বর্তমানে লন্ডনে বাস করছেন। করম একজন অবসরপ্রাপ্ত মিল শ্রমিক।এখনো তিনি তার সান্ধ্য ভোজের আগে একটি সিগারেট খান এবং সপ্তাহে চার বার প্রচুর হুইস্কি ও ব্রান্ডি পান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।