৩০ শতাংশ মানুষই সঙ্গীকে লুকিয়ে টাকা খরচ করেন!

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৮ জানুয়ারি ২০২২

দাম্পত্যে প্রবঞ্চনা মানে কি শুধুই পরকীয়া? জানেন কি, অর্থনৈতিক দিক থেকেও সঙ্গীর প্রবঞ্চনার শিকার হন প্রতি ১০ জনের ৩ জন। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

ইউএস নিউজ ও ওয়ার্ল্ড রিপোর্টের নতুন এক সমীক্ষা জানাচ্ছে, দাম্পত্য জীবনে একাধিক ধরনের অর্থনৈতিক প্রবঞ্চনার শিকার হতে হয় মানুষকে।

চলুন তবে জেনে নেওয়া যাক সঙ্গীকে না জানিয়েই কোন কোন খাতে খরচ করা হয় টাকা।

> গোপনে কেনাকাটা করে ৩১.৪ শতাংশ দম্পতি।
> সঙ্গীর অজান্তে ধার-দেনা করেন ২৮.৭ শতাংশ।
> ২২.৬ শতাংশ মানুষই সঙ্গীর কাছে আয় নিয়ে মিথ্যা বলেন।
> সঙ্গীর অজান্তে সঞ্চিত অর্থ খরচ করেন ১০.৪ শতাংশ।

তবে কেন এমনটি ঘটে? সমীক্ষার অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশই জানান, অযথা ঝগড়া কিংবা ভুল বোঝবুঝির কারণেই সঙ্গীর কাছ থেকে নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড লুকিয়ে রাখেন তারা।

আবার ২৩ শতাংশ জানিয়েছেন, ভুল খাতে খরচ করার পর সঙ্গীকে বলতে দ্বিধা হওয়ার কারণে লুকিয়ে রাখেন। ১৬ শতাংশের অবশ্য দাবি, অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেই ঘটিয়েছেন এমন ঘটনা।

তবে ৭ শতাংশ জানিয়েছেন, সঙ্গীর থেকে নানা ধরনের খারাপ খবর লুকিয়ে রাখতেই অনেকে টাকা পয়সার লেনদেন করেছেন গোপনে।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে খুব কম মানুষই মিলেছে যারা সঙ্গীর কাছে অর্থনৈতিক বিষয়গুলো গোপন করেননি।

সূত্র: ইউএস নিউজ

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।