সৌদি আরবে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ


প্রকাশিত: ০৪:০৭ এএম, ১৯ নভেম্বর ২০১৪

সৌদি আরবের ধর্মীয় পুলিশ সুন্দরী প্রতিযোগিতার একটি আয়োজনকে বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরী প্রতিযোগিতার ডাক দেয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ প্রতিযোগিতা আয়োজনের আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার এই খবরটি প্রকাশ করেছে এমিরেটস ২৪/৭।

আয়োজকরা ১৭ থেকে ২৭ বছর বয়সী নারীদেরকে প্রতিযোগিতার আহ্বান জানায়। মক্কার অদূরে একটি হোটেলে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা ছিল। বিজয়ীকে একটি সোনার আংটি উপহার হিসেবে দেয়ার কথা ছিল।

`সাবক` পত্রিকার খবরে বলা হয়েছে কর্তৃপক্ষ আয়োজনের খবর পেয়ে হোটেলটিতে গিয়ে বুকিং বাতিল করে দিয়েছে। আয়োজকদেরকেও খুঁজছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।