মুখের অবাঞ্চিত লোম দূর হবে ২ উপাদানেই

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ১১ নভেম্বর ২০২১

মুখের অবাঞ্ছিত লোম নিয়ে অনেক নারীই বিব্রতবোধ করেন। থ্রেডিং থেকে শুরু করে রেজার ব্যবহার, বিভিন্ন ক্রিম, এমনকি ঘরোয়া উপায়ে অনেকেই মুখের লোম তোলেন।

তবে কোনোটিই তেমন কার্যকরী উপায় নয়। একবার ওঠানোর পর কয়েকদিনের মধ্যে আবারও মুখের লোম দেখা দেয়।

তবে এ সমস্যা থেকে বেশ কিছুদিনের জন্য মুক্তি পেতে ব্যবহার করুন মাত্র দুটি উপাদান। ঘরোয়া উপায়ে এ উপাদান দুটি ব্যবহারে আপনি পাবেন মসৃণ ও লোমহীন ত্বক।

এজন্য প্রয়োজন মধু ও চিনির। এ দুটি উপাদান দিয়েই তৈরি করতে হবে অবাঞ্ছিত লোম তোলার ফেসমাস্ক। এই ফেসমাস্ক তৈরি করতে ২ টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ মধু নিন।

jagonews24

এক টেবিল চামচ পানিও মিশিয়ে নিন সঙ্গে। তৈরি করুন মসৃণ একটি পেস্ট। চুলায় অথবা মাইক্রোওয়েভে ১-২ মিনিট গরম করে নিন মিশ্রণটি। যাতে চিনি গলে যায়।

এরপর সামান্য ঠান্ডা করে ব্যবহার করুন এই মাস্ক। মুখের যেসব স্থানে লোম আছে শুধু সেসব স্থানেই ব্যবহার করুন বিশেষ এই মাস্ক।

এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ও পিল অফ মাস্কের মতো তুলে ফেলুন। এরপর ভেজা কাপড় দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

নিয়মিত এই ফেস মাস্ক ব্যবহার করলে খুব দ্রুত ফলাফল পাবেন। মুখের অবাঞ্ছিত লোম তুলতে এখন আর অর্থ খরচ করতে হবে না। ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবেই তুলতে পারবেন লোম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।