বলিউড সুন্দরীদের ম্যাজিক ‘হেয়ার প্যাক’

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৫ নভেম্বর ২০২১

অনেকেই ভাবেন বলিউড সুন্দরীরা তাদের ত্বক ও চুলের যত্নে সব সময় নামী দামি ব্যান্ডের প্রসাধনী ব্যবহার করেন।

অবশ্যই তারা নামকরা বিভিন্ন ব্যান্ডের প্রসাধনী ব্যবহার করেন। তবে রূপচর্চায় বলিউড সুন্দরীরা সবচেয়ে বেশি ভরসা রাখেন রান্নাঘরের উপাদানে।

ঠিক যেমন বিপাশা বসু, তামান্না ভাটিয়া, মালাইকা আরোরা থেকে শুরু করে সারা আলি খান চুলের যত্নে ব্যবহার করেন পেঁয়াজের রস।

সবারই কমবেশি জানা আছে পেঁয়াজের রস চুলের জন্য অনেক উপকারী। চুল পড়া বন্ধের পাশাপাশি নতুন চুল গজানো ও চুল লম্বা করতে পেঁয়াজের রসের বিকল্প নেই!

বর্তমানে বাজারে পেঁয়াজ মিশ্রিত বিভিন্ন শ্যাম্পু, তেল কিংবা ক্রিম পাওয়া যায়। তবে এসব প্রসাধনীতে কেমিক্যাল থাকে। যা চুলের ক্ষতি করতে পারে।

তার চেয়ে ঘরেই চুলের জন্য জাদুকরী পেঁয়াজের হেয়ার প্যাক তৈরি করে নিতে পারেন। ফ্রিজে রেখে এসব প্যাক বেশ কয়েকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

jagonews24

পেঁয়াজের রসে থাকে ভিটামিন সি, ভিটামিন বি৬, ফোলেট ও পটাসিয়াম। এসব উপাদানই চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কীভাবে তৈরি করবেন

প্রথমে পেঁয়াজ টুকরো করে কুচি করে কেটে নিন। এরপর পেঁয়াজ ব্লেন্ড করে এর রস ছেঁকে নিতে হবে। একটি কাচের বোতলে পেঁয়াজের রস ফ্রিজে রেখে দিন।

কীভাবে ব্যবহার করবেন?

সরাসরি পেঁয়াজের রস ব্যবহারে মাথার ত্বক জ্বালাপোড়া করতে পারে। এজন্য এর সঙ্গে মধু, নারকেল তেল বা অ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করতে পারেন।

পেঁয়াজের গন্ধ এড়াতে এই প্যাকের সঙ্গে কয়েক ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল, ল্যাভেন্ডার অয়েল কিংবা টি ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন।

যদি আপনার পেঁয়াজের রসে অ্যালার্জি থাকে তাহলে এই হেয়ার প্যাক ব্যবহার করবেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।