চুল লম্বা করতে ঘরেই তৈরি করুন জাদুকরী তেল

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৪ অক্টোবর ২০২১

প্রতিদিনের দূষণ ও অযত্নে সুস্থ চুলও হয়ে পড়ে নিষ্প্রাণ ও রুক্ষ। একইসঙ্গে বাড়ে চুল পড়ার পরিমাণ। এছাড়াও আগা ফাটাসহ চুল লম্বা না হওয়ার সমস্যায় চিন্তিত হয়ে পড়েন অনেকেই।

তাই চুলের যাবতীয় সমস্যা এড়াতে অবশ্যই যত্ন নিতে হবে। বেশিরভাগ নারীই চুল বড় করতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।

বাজারচলতি চুল বড় করা তেলসহ না উপায় অবলম্বন করেও চুল সহজে বাড়তে চায় না। তবে চুল লম্বা করতে চাইলে বাজারচলতি প্রসাধনী নয় বরং ভরসা রাখুন ঘরোয়া উপায়ে।

হাতের কাছে থাকা ভেষজ উপাদান ব্যবহার করেই ঘরে তৈরি করে নিতে পারেন চুল লম্বা করার জাদুকরী এক তেল। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন বিশেষ এই তেল-

jagonews24

উপকরণ হিসেবে লাগবে-

১. নারকেল তেল ২০০ মিলিগ্রাম
২. অলিভ অয়েল ১০০ মিলিলিটার
৩. আমন্ড বা কাঠবাদামের তেল ৫০ মিলিলিটার
৪. ক্যাস্টর অয়েল ৩০ মিলিলিটার
৫. জবা ফুলের পাতা ৫টি
৬. আমলকির রস ৩০ মিলিলিটার ও
৭. নিম পাতা ২০টি।

jagonews24

এবার সবগুলো উপাদান একটি প্যানে একসঙ্গে মিশিয়ে নিন। তারপর ১০ মিনিট ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা করে ছেঁকে নিন।

তারপর একটি কাচের বোতলে সংরক্ষণ করুন এই তেল। লম্বা চুল পেতে নিয়মিত ব্যবহার করতে হবে এই তেল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।