প্রিয় শিক্ষককে কী উপহার দেবেন?
বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান। একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মায়ের মতো শিক্ষকও অবদান রাখেন। তার অবদান অস্বীকার করার উপায় নেই।
শিক্ষা দেওয়া থেকে শুরু করে চরিত্র গঠন সবক্ষেত্রেই শিক্ষকরা সবার প্রেরণা হয়ে ওঠে। প্রতিবছর ৫ সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় সব দেশেই।
আজকের এদিনে প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে তাকে উপহার দিতে পারেন। স্কুল-কলেজ, কোচিং সব জায়গাতেই এই দিনটি বিশেষভাবে পালন করা হয়।
শিক্ষক দিবসে অনেক ছাত্র-ছাত্রীই এই বিশেষ দিনে শিক্ষকের জন্য উপহার দেন। আপনিও যদি প্রিয় শিক্ষককে বিশেষ কোনো উপহার দিতে চান তাহলে কী কী দেবেন জেনে নিন-
>> নিজে হাতে তৈরি করা গ্রেটিংস কার্ড দিতে পারেন শিক্ষককে। যেখানে আপনি নিজের অনুভূতির কথা লিখে প্রকাশ করতে পারবেন।
>> গাছ পরিবেশের জন্য উপকারী। চাইলে শিক্ষককে একটি সুন্দর গাছ উপহার দিতে পারেন। গাছের যত্ন করলে প্রকৃতি সুন্দর থাকবে। শিক্ষককে এই উপহার দিলে তিনিও খুব খুশি হবেন।
>> বই প্রকৃত বন্ধু। শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধেয় শিক্ষককে বই উপহার দিতে পারেন।
>> অনেক শিক্ষকই ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন দিনলিপি লেখার পরামর্শ দেন। আপনার প্রিয় শিক্ষকও যদি এমন পরামর্শ কখনও দেন তাহলে তাকে একটি সুন্দর ডায়েরি উপহার দিতে পারেন।
প্রয়োজনে ডায়েরির শুরুতে আপনি তাকে কতটা শ্রদ্ধা করেন কিংবা আপনার জীবনে তার অবদান কতখানি, এসব কথা লিখে দিতে পারেন।
>> অল্প টাকার মধ্যে উপহার দিতে চকলেটের বিকল্প নেই। সঙ্গে একটি চিঠিও দিতে পারেন শিক্ষককে। নিজের কৃতজ্ঞতা ও শিক্ষককে ভালো লাগার কথা ব্যক্ত করতেই পারেন সেখানে।
>> শিক্ষককে পারসোনালাইজড কফি মগও উপহার করতে পারেন। যেখানে তার ছবি দিয়ে দু’একটি বাক্য লেখা থাকবে। এখন অনলাইনেও এমন কাস্টমাইজড মগ তৈরি করে নিতে পারবেন।
জেএমএস/জিকেএস