অফিসের পোশাক নির্বাচনের কিছু বিষয় মাথায় রাখুন


প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৫ নভেম্বর ২০১৪

কর্মজীবী নারী কিংবা পুরুষ সবারই উচিত নিজস্ব কর্মস্থলে সবসময় পরিপাটি ভাবে যাওয়া। কারণ অনেক সময় আপনার পরিপাটি পোশাক আপনার ব্যক্তিত্বের ও রুচির পরিচয় দেয়। কিন্তু অনেকেই ঠিক ভাবে বুঝতে পারেন না যে কোন পোশাক পরে কর্মস্থলে যাওয়া উচিত। আবার অনেকেই না বুঝে পার্টি ড্রেস পরে অফিসে চলে আসেন। বিশেষ করে নারীরা খুব সাজসজ্জা করে কর্মস্থলে যান যা মানানসই নয়। একটি কর্মস্থলে নিজেকে ভালো করে উপস্থাপন করতে কিছু বিষয় সবসময় মেনে চলা উচিৎ। চলুন জেনে নিই বিষয় গুলো।

১) অফিসে কখনোই খুব বেশি সাজগোজ যাবেন না। যেভাবে আপনাকে খুব কনফিডেণ্ট দেখায় সেভাবেই যান কর্মস্থলে। খুব ভারী মেকআপ ও অনেক ঝকমকে জামাকাপড় অফিসের জন্য উপযুক্ত নয়। আবার তার মানে এই নয় যে কোন রকম অফিসে চলে যাবেন।

২) আপনার জামাকাপড়ের তালিকায় রাখুন ফর্মাল, সেমি ফর্মাল ও ক্যাজুয়াল পোশাক। ফুল স্লিভ কটন কামিজ, শার্ট, কুর্তা, জিন্স রাখুন প্রতিদিনের জন্য। যখন কোন মিটিং হবে চেষ্টা করুন ফর্মাল ভাবে যেতে।

৩) আপনার জুতো, আনুসাঙ্গিকের দিকে সবসময় খেয়াল রাখুন। এগুলো যদি ঠিক না থাকে যত ভালো পোশাক পরে যান না কেন আপনি পরিপাটি থাকার মুল আকর্ষণটাই নষ্ট হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখা উচিৎ এগুলো যেন আপনার সাজকে ছাড়িয়ে না যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।