করোনায় শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কি-না বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৫ এপ্রিল ২০২১

অডিও শুনুন

করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ সময় গুরুতর কোভিড-১৯ রোগী ছাড়া হাসপাতালে অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। অন্যান্য কোভিড-১৯ আক্রান্তরা ঘরে বসেই চিকিৎসা গ্রহণ করছেন!

তবে ঘরে বসে যারা চিকিৎসা গ্রহণ করছেন; সেসব করোনা রোগীদের খেয়াল রাখতে হবে তাদের শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক আছে কি-না।

যখন থেকে শরীরের অক্সিজেনের মাত্রা কমতে শুরু করবে; তখন থেকেই করোনা রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে। তবে কীভাবে বুঝবেন শরীরের অক্সিজেন লেভেল কমতে শুরু করেছে?

jagonews24

শ্বাসকষ্ট

কোভিড-১৯ আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট হওয়া একটি সাধারণ লক্ষণ। তবে শ্বাসকষ্টের সম্মুখীন প্রতিটি করোনা রোগীর তাত্ক্ষণিকভাবে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।

সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইএমএস) পরিচালক ড. রণদীপ বলেন, বয়স্ক এবং জটিল রোগাক্রান্ত ব্যক্তি ব্যতীত অন্যদের শ্বাসকষ্টের জন্য অক্সিজেন থেরাপির প্রয়োজন হয় না।

jagonews24

অক্সিজেন স্যাচুরেশন কি?

অক্সিজেনের স্যাচুরেশন হলো, রক্তে অক্সিজেনযুক্ত হিমোগ্লোবিনের মাত্রা (শতাংশ)। যা ফুসফুস থেকে বিভিন্ন অঙ্গগুলোতে স্থানান্তরিত হয় এবং গুরুত্বপূর্ণ কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। ৯৪ এর উপরে অক্সিজেনের মাত্রা থাকলে রোগী বিপদমুক্ত।

তবে কোভিডে আক্রান্তদের শরীরে অক্সিজেন সরবরাহ দ্রুত কমতে শুরু করতে পারে যেকোনো সময়। সার্স কোভ-২ ভাইরাসটি ফুসফুসে ব্যাপক প্রদাহ সৃষ্টি করতে পারে। যা কাচের মতো অস্পষ্টতা তৈরি করে (সিটি স্ক্যান এবং এক্স-রে এর মাধ্যমে দেখা যায়)। যা শরীরে অক্সিজেনেটেড রক্তের সরবরাহকে প্রভাবিত করে।

jagonews24

যদি অক্সিজেনের মাত্রা ৯৪ এর নীচে থাকে; তাহলে শরীরে হাইপোক্সেমিয়ার লক্ষণ ফুটে উঠবে। ক্রমাগত যদি অক্সিজেনের লেভেল ৯০ নিচে চলে আসতে থাকে; তাহলে দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে।

কোন কোভিড-১৯ রোগীর জন্য অক্সিজেন নেওয়া জরুরি?

শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করলে সেইসঙ্গে শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা থাকলে রোগীর তাৎক্ষণিক অক্সিজেনের প্রয়োজন হয়।

এখন যেহেতু হাসপাতালগুলোতে করোনা রোগীর ভিড়; তাই ঘরেই অক্সিজেন যোগাড় করে রোগীকে দিতে পারে। আরও কিছু লক্ষণ আছে; যেগুলো রোগীর শরীরে প্রকাশ পেলে দ্রুত হাসপাতালে নিতে হবে-

jagonews24

নীল ঠোঁট/মুখের বিবর্ণতা

শরীরে অক্সিজেনের লেভেল কমতে শুরু করলে, ঠোঁট নীলচে রং ধারণ করে। এ ছাড়াও মুখ বিবর্ণ হয়ে যায়। এ ছাড়াও আঙুলের ডগাও নীল হয়ে উঠতে পারে অক্সিজেনের মাত্রা কমে আসলে

বুকে ব্যথা

অক্সিজেনের মাত্রা কমলে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হতে পারে। এ সময় অক্সিজেনের ওঠানামায় রোগীর শরীরে যেসব লক্ষণ দেখা দেয় তা হলো:

> বুকে ব্যথা

> শ্বাসকষ্ট

> বুকে চাপ অনুভব করা

> বারবার কাশি

> অস্থিরতা

> মাথা ব্যথা

এসব লক্ষণ দেখা দেওয়ার অর্থ হলো রোগী গুরুতর অবস্থায় আছেন; তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে।

বিভ্রান্তি, প্রলাপ, অজ্ঞান হয়ে যাওয়া

jagonews24

অক্সিজেনের মাত্রা কমতে শুরু করলে মস্তিষ্কের মূল রক্তনালীগুলোতে রক্ত প্রবাহ কমতে শুরু করে। এ কারণে স্নায়বিক সমস্যা হতে পারে যেমন- বিভ্রান্তি, প্রলাপ, মাথা ঘোরা, দুর্বলতা এবং চোখের সামনে কিছু দেখা ইত্যাদি।

নতুন বেশ কিছু গবেষণা প্রমাণ করেছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে প্রায় ৮২ শতাংশ পরিমিত এবং গুরুতর কোভিড রোগীদের স্নায়ুজনিত জটিলতা আছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।