আতশবাজিতে ক্যান্সারের ঝুঁকিতে শিশুরা


প্রকাশিত: ০৪:১৭ এএম, ১২ নভেম্বর ২০১৫

আতশবাজির দূষণ শিশুদের মধ্যে ক্যান্সারের আশংকা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। যেকোনো উৎসব বা অনুষ্ঠানে আতশবাজি পোড়ানোয় বাতাস যে পরিমাণ দূষিত হয়, তাতে শিশুদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

সম্প্রতি নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, বাতাসের দূষণ ইন্ধন জোগাতে পারে বিশেষ ধরনের ক্যান্সারে। গবেষকদের মতে, বায়ু দূষণ মূলত বাড়িয়ে তুলতে পারে নিউরোব্লাস্টিক টিউমারের সম্ভাবনা। এটি একটি বিশেষ ধরনের ক্যান্সার। স্নায়ুতন্ত্র গঠনের উপযোগী কোষের ওপর এ ক্যান্সার হামলা করে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের শরীরেই এর প্রকোপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

জার্নাল অব এনভায়নমেন্টাল হেলথে প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা জানান, মূলত উত্তর ইংল্যান্ডের শিশুদের ওপর গবেষণা চালিয়ে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন তাদের এ বক্তব্য প্রতিষ্ঠা করতে গেলে আন্তর্জাতিক স্তরে আরও বিশদে সমীক্ষা হওয়া প্রয়োজন বলেও জানান দলের মুখ্য গবেষক।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।