দেরিতে বিয়ের ফলে বাড়ছে স্তন ক্যান্সার


প্রকাশিত: ০৭:২০ এএম, ০১ নভেম্বর ২০১৫

দেরিতে অর্থাৎ একটু বেশি বয়সে বিয়ে করার ফলে স্তন ক্যানসার বাড়ছে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। এর প্রতিকার হিসেবে তারা জানান, ২৩ থেকে ২৭ বছর বয়সের মধ্যে বিয়ে করে তিরিশের মধ্যে দু’টি সন্তানের মা হতে হবে এবং সন্তানদের অন্তত ছয় মাস স্তন্যপান করাতে হবে৷ তবেই স্তন ক্যান্সারের আশঙ্কা ৬০ শতাংশ কমিয়ে ফেলা যাবে৷

বিশিষ্ট চিকিৎসক ডা. গৌতম মুখোপাধ্যায় জানিয়েছেন, সন্তান ধারণের ফলে নারীদের শরীরে প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়৷ যা ক্যান্সারের আশঙ্কা কমিয়ে দিতে সাহায্য করে৷ সন্তান ধারণের সঙ্গে সঙ্গে আরও অনেক হরমোন নিঃসরণ হয় যা রাজরোগ প্রতিরোধে অনেকটাই সাহায্য করে৷বিশেষ করে সন্তানকে স্তন্যপান করালে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়৷

দেশে-বিদেশে একাধিক সমীক্ষায় এই সহজ সত্যটা প্রকাশ্যে এসেছে৷ তবু, টনক নড়েনি বর্তমান প্রজন্মের৷ তাড়াতাড়ি সন্তান ধারণের ব্যপারে এখনও ততটা সচেতন নন নারীরা৷ ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে বিপদ ডেকে আনছেন নিজেদেরই৷

পঁয়ত্রিশের আগে বিবাহবন্ধনে আবদ্ধ হতেই পারছেন না ‘ওয়ার্কিং লেডি’-রা৷ অনেকে আবার তিরিশের মধ্যে বিয়ে করলেও ‘ফ্যামিলি প্লানিং’ শুরু করছেন দেরিতে৷ অজ্ঞতার কারণেই মূলত নারীদের স্তন ক্যান্সার বাড়ছে৷

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।