ব্ল্যাকহেডস দূর করার একটি সহজ উপায়


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

মুখে ব্ল্যাকহেডস নিয়ে সমস্যায় পড়তে হয় অনেককেই। বিশেষ করে নাকের পাশের ত্বকে এই ব্ল্যাকহেডসের কারণে ত্বক নোংরা, অনুজ্জ্বল ও কালো দেখায়। ব্ল্যাকহেডস নখ দিয়ে খোচানো ঠিক নয়। এটি দূর করার জন্য আছে ঘরোয়া উপায়। চলুন, জেনে নেয়া যাক-

১টি ডিমের সাদা অংশ, ১/২ লেবুর রস, ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। প্রথমে মুখে গরম পানির ভাপ নিন। শুকনো তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন। আঙ্গুল দিয়ে পুরো মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিন ডিমের সাদা অংশ, লেবুর রস ও মধুর ফেস প্যাকটি। ১৫ মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য। শুকিয়ে গেলে নরম একটি বেবি টুথ ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। বিশেষ করে আক্রান্ত স্থানগুলো। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে রোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। আলতো করে মুখ মুছে ১ ফোটা অলিভওয়েল লাগিয়ে নিন পুরো মুখে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।