কোহলির মত দাড়ি রাখতে চান?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১১ জুলাই ২০১৯

বলিউড তারকা থেকে ক্রিকেটার, দাড়ির স্টাইল এখন সবচেয়ে ট্রেন্ডিং। ঘন, সমান করে ট্রিম করা দাড়ি দেখতেও লাগে বেশ।

বাঙালি পুরুষদের পাঞ্জাবির সঙ্গে হালকা চাপদাড়ি তরুণীদের আকর্ষণ করতে বাধ্য। দাড়ি থাকা পুরুষদের প্রতি যে মেয়েরা বেশি আকর্ষিত হন, তা বিভিন্ন সমীক্ষাতেও তা প্রমাণিত। বিশেষ করেন কোহলির সুন্দর ঘন দাড়ির ট্রেন্ড শীর্ষে।

কিন্তু দাড়ি রাখব বললেই তো আর রাখা যায় না। যদি ভেবে থাকেন দাড়ি শেভ করা বন্ধ করলেই সুন্দর এক মুখ দাড়ি হয়ে যাবে, তা হলে ভুল করবেন। হঠাৎ করে দাড়ি রাখতে গেলে হিতে বিপরীত হতে পারে। খারাপ হয়ে যেতে পারে আপনার লুকস। তাই সুন্দর ঘন দাড়ি পেতে মেনে চলতে পারেন এই ৭ কৌশল -

১) প্রথমেই মাথায় রাখুন। সুন্দর ঘন দাড়ি অনেক ক্ষেত্রেই জিনের উপরে নির্ভর করে। তাই বেশি দাড়ি উঠলে তবেই দাড়ি বড় করার কথা ভাবুন। হালকা দাড়ি উঠলে দাড়ি ট্রিম করে ছোট রাখাই ভাল।

২) প্রথম বার দাড়ি বড় করতে হলে প্রায় ১-২ মাস দাড়ি কাটবেন না। এই সময়ে দাড়ি উসকো-খুসকো লাগতে পারে। সে ক্ষেত্রে দাড়িতে বিয়ার্ড ওয়েল ব্য়বহার করতে পারেন। তবে ধৈর্য্য রাখুন। ট্রিম করতে যাবেন না। এতে দাড়ির বৃদ্ধি কমে যাবে।

৩) ১-২ মাস পরেই ট্রিম করা শুরু করুন। প্রথম বার ট্রিম ও সেট সেলুনে করানোই ভাল। দাড়ির শেপ ও লেন্থ ঠিক করান। তার সঙ্গে গালের যে অংশ থেকে দাড়ি শুরু হচ্ছে সেখানে ও গলার অংশতেও দাড়ি শেভ করিয়ে নিন। এরপর নিয়মিত দু-তিন দিন অন্তর শেভ করুন সেই অংশগুলি। ৪-৫ দিন অন্তর ট্রিম করুন।

৪) বাজারে অনেক বিয়ার্ড অয়েল পাওয়া যায়। তবে বিয়ার্ড অয়েল ব্যবহার করলেই যে দাড়ি বাড়তে শুরু করবে, এমনটা ভাবলে ভুল করবেন। বিয়ার্ড অয়েলের ফলে দাড়ি ময়েশ্চারাইজ হবে। কিন্তু এই তেলের প্রভাবে গালে নতুন চুল হঠাৎ গজাতে শুরু করবে না।

৫) দাড়ি রাখলে কিন্তু দাড়ির যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত শ্যাম্পু করুন দাড়িতে। বিয়ার্ড ওয়াশও ব্যবহার করতে পারেন।

৬) গোসল করে বা মুখ ধুয়ে দাড়ি আঁচরান ছোট চিরুনি দিয়ে। এতে দাড়ি সমান থাকবে।

৭) শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলে দাড়ির পরিমাণ বাড়ে। নিয়মিত এক্সারসাইজ করুন। প্রোটিন-সমৃদ্ধ খাওয়া-দাওয়া করুন। খাবার পাতে রাখুন প্রচুর ফল ও শাক-সবজি। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।

জিনিউজ/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।