বাসি ভাত দিয়েই তৈরি করুন সুস্বাদু খাবার

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৯

 

রাতে খাওয়ার পরে অতিরিক্ত ভাত থেকে গেলে আমরা তা ফ্রিজে তুলে রাখি। কখনো তা নতুন করে ভাত রাঁধার সময় মিশিয়ে দেই, কখনোবা খাওয়াই হয় না! কিন্তু একটু বুদ্ধি খাটালেই কড়কড়ে বাসি ভাত দিয়ে তৈরি করা সম্ভব মজার সব রেসিপি। তাতে খাবারের অপচয় তো হবেই না, বরং নতুন স্বাদের খাবার খাওয়ার অভিজ্ঞতা পাওয়া যাবে সহজেই। আজ তাহলে জেনে নিন বাসি ভাত দিয়ে মেক্সিকান কারি ও রাইস রান্নার উপায়-

আরও পড়ুন : সহজেই রাঁধুন রুই মাছের সুস্বাদু কালিয়া

উপকরণ:
৯-১০টি ফুলকপির টুকরো
৫-৬টি বিনস মাঝারি আকারে কেটে নিন
১টি গাজরের টুকরো
১ কাপ কড়াইশুঁটি
২টি পেঁয়াজের স্লাইস
২-৩টি কাঁচা মরিচ
১ কাপ রাজমা এক চিমটে সোডা দিয়ে রান্না করে নিন
২-৩টি শুকনো মরিচ
২ টেবিল চামচ ভিনিগার
৩ টেবিল চামচ টমেটো সস
৪ টেবিল চামচ টমেটো পিউরি
২ কাপ পানি
৩ টেবিলচামচ তেল
স্বাদ অনুযায়ী লবণ
২ কাপ ঝরঝরে ভাত

Basi-Vaat

প্রণালি:
তেল গরম করে নিন। শুকনো মরিচ, ভিনিগার, কাঁচা মরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে তেলে দিয়ে ফ্রাই করুন। সবজি দিয়ে কম আঁচে রান্না করুন, অল্প পানি মেশান। টমেটো সস আর পিউরি মেশান। লবণ দিন, আঁচ কমিয়ে তরকারি গাঢ় করুন। ধনেপাতা দিয়ে সাজান, মেক্সিকান কারি তৈরি।

আরও পড়ুন : জেনে নিন বাটার চিকেন তৈরির রেসিপি

সামান্য তেল দিয়ে ভাতের জন্য আলাদা করে রাখা সবজি, মাশরুম আর রসুনকুচি নেড়েচেড়ে নিন। ভাতটা দিয়ে দিন। মেক্সিকান সিজনিং দিয়ে নাড়াচাড়া করুন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নামিয়ে নিন। এবার মেক্সিকান কারি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।