ঠোঁটের রং দেখে জানা যাবে শরীরের অবস্থা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

ঠোঁট হোক গোলাপি কিংবা কালো। তা দেখেই জানা যাবে শরীরের অবস্থা। কথায় আছে না - মুখ দেখে মানুষ চেনা যায়।

সত্যিই তাই। শরীরের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব ঠোঁট দেখে!

১. গোলাপি রঙের ঠোঁট শুধু যে দেখতে সুন্দর তা কিন্তু নয়! এই রঙের ঠোঁট সুস্বাস্থ্যেরই ইঙ্গিত দেয়।

২. যদি মারাত্মক হজমের সমস্যা থাকে তাহলে ঠোঁটের রং গাঢ় লাল বা কালচে হয়ে যায়। এ ক্ষেত্রে হজমের সমস্যা মেটাতে টক দই, রাঙা আলু বা প্রতিদিন সকালে খালি পেটে উষ্ণ পানিতে লেবুর রস দিয়ে খান। পারলে অধিক ফাইবারযুক্ত শাক-সবজি এড়িয়ে চলুন।

৩. ঠোঁটের রং যদি সাদা, ফ্যাকাশে হয় তাহলে রক্তাল্পতার লক্ষণ রয়েছে। এজন্য চিকিৎসকের পরামর্শ মেনে ডায়েটে রাখুন আয়রন সমৃদ্ধ খাবার-দাবার।

৪. ঠোঁট রং যদি লিপস্টিক ছাড়াই ফিকে বেগুনি বা সবুজ রঙের দেখতে লাগে তাহলে হার্ট বা ফুসফুসের সমস্যার লক্ষণ রয়েছে।

৫. ঠোঁটের বাইরে গাঢ় লাল বা কালো ছোপ পড়েছে? সে ক্ষেত্রে বুঝতে হবে শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি হয়েছে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।