৯ মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীকর্মীরা!

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

নারীকর্মীদের জন্য ৯ মাস মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দিয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ।

সম্প্রতি রাজধানীর মহাখালীতে চাইল্ড ডে কেয়ার 'এঞ্জেলস নেস্ট' সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম।

অনুষ্ঠানে জানানো হয়, 'এঞ্জেলস নেস্ট' মূলত বিএটি বাংলাদশের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য স্থাপিত একটি চাইল্ড ডে কেয়ার সেন্টার। বিএটি বাংলাদেশ মানবসম্পদ ব্যবস্থাপনায় বরাবরই নতুন সব দৃষ্টান্ত স্থাপন করে এসেছে।

'এঞ্জেলস নেস্ট' সেই দৃষ্টান্তের একটি। কর্মকর্তা-কর্মচারীদের সর্বাধুনিক সুযোগ-সুবিধা এবং কর্মজীবী মা-বাবাদের সন্তানদের দিবাকালীন পরিচর্যা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে সম্পূর্ণ নতুন ও ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।

এর ফলে অভিভাবকরা নির্ভাবনায় 'এঞ্জেলস নেস্ট' সন্তানদের রেখে স্বাচ্ছন্দ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।