ঘরেই বানিয়ে নিন খুশকি তাড়ানো শ্যাম্পু


প্রকাশিত: ০৩:৪০ এএম, ১৩ অক্টোবর ২০১৪

খুশকি দূর করতে করতে লাজেহাল! বাজারে পাওয়া প্রায় সব শ্যাম্পুই পরীক্ষা করে দেখেছেন…কিন্তু স্বস্তি মিলছে না কিছুতেই! এ নিয়ে অত চিন্তা না করে নিজের জন্য ঘরেই বানিয়ে নিন খুশকি রোধ করার শ্যাম্পু! সহজে এই শ্যাম্পু বানিয়ে নেওয়ার কৌশল জানিয়েছে টাইমস নিউজ নেটওয়ার্ক (টিএনএন)।

খুশকি-রোধক শ্যাম্পুর উপাদান :
বেকিং পাউডার দুই টেবিল চামচ বা ৩০ মিলি, গরম জল এক কাপ, ভিনিগার এক টেবিল চামচ বা ১৫ মিলি, পুদিনার রস দুই টেবিল চামচ বা ৩০ মিলি৷

কীভাবে বানাবেন এই শ্যাম্পু :
প্রথমে তাজা পুদিনার পাতা ছেঁচে পরিমাণমতো রস বানিয়ে ফেলুন। এবার পরিষ্কার একটা পাত্রে বেকিং পাউডার এবং গরম জল ভালো করে মেশান। এরপর একটু ভিনিগার মিশিয়ে নিন। পুদিনা পাতার রস ভালো করে ছেঁকে ঘন ভারী অংশটা পরিমাণমতো মিশিয়ে নিন। সবকিছু মেশানো হলে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিন। কিছুক্ষণ পর গোসলের সময় তা ব্যবহার করুন।

ঘরে বানানো এই শ্যাম্পু সপ্তাহে দুবার ব্যবহার করুন। এভাবে টানা মাস খানেক ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।