ত্বকের যত্নে ফ্রুট ফেসিয়াল করবেন যেভাবে


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১০ আগস্ট ২০১৫

ত্বকের যত্নে নানা ধরনের ফেসিয়াল করে থাকেন অনেকেই। সব ফেসিয়াল সব ধরণের ত্বকের জন্য উপযোগী নয়। তবে সব ধরণের ত্বকের জন্য উপযোগী ফেসিয়াল হলো  ফ্রুট ফেসিয়াল। চাইলে মৌসুমী ফল দিয়েই আপনি ঘরে বসে করতে পারেন ফ্রুট ফেসিয়াল। ঘরে বসে খুব সহজেই এভাবে ফ্রুট ফেসিয়াল করতে পারেন। যা আপনার ত্বককে রাখবে সুন্দর ও প্রাণবন্ত-

যা লাগবে
ক্লিনজিং মিল্ক, ম্যাসাজ ক্রিম, ফেসওয়াশ, স্ক্রাব ফেস ওয়াশ, পেষ্ট করা ফল (কলা, তরমুজ, পাকা আম -ইত্যাদি), কুসুম গরম পানি।

যেভাবে করবেন
প্রথমে মুখে অল্প করে ক্লিনজিং মিল্ক নিয়ে ম্যাসাজ করুন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন। এবার মুখে স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন। কুসুম গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে ঐ তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এবার পেষ্ট করে রাখা ফলের প্যাকটি সম্পূর্ণ ত্বকে প্যাক হিসেবে মাখুন। প্যাকটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এখন পুনরায় আবার ভিজা তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

এবার কোনো লোশন বা ক্রিম মেখে ফেসিয়াল সমাপ্ত করুন।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।