শিশুর যত্নে কিছু টিপস
শিশুরা নিজেই নিজের যত্ন নিতে পারে না। তারা প্রায় সবকিছুতেই বড়দের ওপর নির্ভরশীল থাকে। আর তাই শিশুর যত্নে দরকার বাড়তি সতর্কতা। কারণ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ত্বক, চুল সবকিছুই স্পর্শকাতর হয়ে থাকে। তাই শিশুর যত্নে মেনে চলুন কিছু সতর্কতা-
১. শিশুকে নিয়মিত গোসল করানোর অভ্যাস করুন।
২. গোসলের পানিতে কয়েকটি নিমপাতা দিন।
৩. প্রতিদিন সাবান ব্যবহার না করে মাঝে মাঝে ব্যাসনের সঙ্গে কাঁচা হলুদ এবং দুধ মিশিয়ে গায়ে লাগিয়ে ধুয়ে ফেলুন।
৪. শিশুর চুলে খুশকি ও উকুন হলে দইয়ের সঙ্গে মধু মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
৫. গোসল করানোর ১০ মিনিট আগে সরিষার তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। এরপর বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল ঝরঝরে ও পরিষ্কার হয়।
৬. সপ্তাহে একদিন শিশুর নখ কাটুন। নখ বড় হলে ভেতরে ময়লা জমে পেটের অসুখ হতে পারে।
এইচএন/পিআর