রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে ডিম!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ১৮ মার্চ ২০১৮

ডিম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অনেকের খাবারের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে প্রিয় ডিম। তবে ডিম নিয়ে মার্কিন গবেষকরা জানাচ্ছেন অন্যরকম খবর।

ওয়াশিংটনের ‘সেন্টার ফর ডায়ামিক্স, ইকনোমিক্স অ্যান্ড পলিসি’-এর কয়েকজন গবেষকের দাবি, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর ফলে মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে।

পরীক্ষা করে দেখা গেছে, মুরগির ডিমে ওই অ্যান্টিবায়োটিক থেকে যাচ্ছে। ফলে মুরগির ডিম খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণ ভাবে ডিম এমন একটি খাদ্য, যার দাম অনেকটা কম। উপকারিতাও অনেক বেশি। সোজা কথায় ‘সস্তায় পুষ্টি’।

খুব বেশি পরিমাণে সেই ধরনের ডিম খেলে ক্ষতি আরও বাড়তে পারে বলেই গবেষকদের ধারণা করছেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।