মহিলাদের জন্য অভিনব থ্রিডি অন্তর্বাস


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

থ্রি-ডি প্রিন্টিংয়ের দৌলতে এখন সবই সম্ভব৷ মেয়েদের জন্য আরও সুৃক্ষ  থ্রি ডাইমেনশন প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি অন্তর্বাস বাজারে আসবে খুব শীঘ্রই৷ বাজারের অন্যান্য অন্তার্বাসের থেকে এর গুনগত মান হবে অনেক ভাল৷

এমনটাই জানিয়েছেন এই প্রযুক্তির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা৷ তবে শুধু অন্তর্বাসই নয়,  কয়েক বছরের মধ্যেই থ্রিডি প্রযুক্তি পোশাকের বাহারে মহিলামহলে বিপ্লব আনবে তাও জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ অন্তর্বাস ছাড়াও মেয়েদের খেলাধুলা করার জন্য বিশেষ পোশাক তৈরি করবে সংস্থাটি৷

মহিলাদের পোশাক ছাড়াও পরবর্তীকালে এই পক্রিয়া আমাদের জীবনে বিপ্লব নিয়ে আসবে বলে আশাবাদী এই প্রিন্টিংয়ের প্রযুক্তিবিদরা৷ আগামী দিনে খুব সুক্ষ এই পোশাক তৈরি হবে থ্রিডি প্রিন্টিংয়ে৷ এর আগে এই প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে৷ তাছাড়া ভবিষ্যতে এই প্রযুক্তি যে ইন্টারনেট প্রযুক্তিকেও হার মানাবে বলে মত থ্রিডি প্রিন্টিংয়ের কয়েকজন স্বত্বাধিকারী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।